Bigg Boss Contestants Death

শেফালী থেকে সিদ্ধার্থ, কম বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ‘অভিশপ্ত বিগ বস্’-এর বাঙালি অভিনেত্রীও!

শুধুমাত্র শেফালী এবং সিদ্ধার্থই নন, ‘বিগ বস্’-এর এমন বহু প্রতিযোগী রয়েছেন, যাঁরা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মধ্যে রয়েছেন এক বাঙালি অভিনেত্রীও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৩:০১
Share:
০১ ১৬

শুক্রবার মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কাঁটা লগা গার্ল’ শেফালী জরীওয়ালা। মুম্বইয়ের ফ্ল্যাটে স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ছিলেন তিনি। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হন নায়িকা। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের অন্ধেরির একটি হাসপাতালে ভর্তি করানো হয় শেফালীকে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর শেফালীকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা।

০২ ১৬

‘বিগ বস্’-এর ত্রয়োদশ সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন শেফালী। সেই সিজ়নেই তাঁর সহ-প্রতিযোগী ছিলেন টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। কম বয়সে মারা গিয়েছিলেন তিনিও। তার পর থেকেই বিতর্ক শুরু হয় ‘বিগ বস্’কে ঘিরে। অনেকে দাবি করতে শুরু করেন যে, এটি ‘অভিশপ্ত’ শো।

Advertisement
০৩ ১৬

শেফালীর মৃত্যুর পর সিদ্ধার্থের অকালপ্রয়াণের প্রসঙ্গ তুলে ‘বিগ বস্’-এর ত্রয়োদশ সিজ়নের প্রতিযোগী হিমাংশী খুরানা বলেছেন, ‘‘ওই সিজ়ন অভিশপ্ত।’’ কারণ, তাঁর দুই সহ-প্রতিযোগী কম বয়সে মারা গিয়েছেন। ওই সিজ়নের এক প্রতিযোগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হিমাংশী। কয়েক বছর আগে তাঁদের সম্পর্কও ভেঙে গিয়েছে।

০৪ ১৬

‘বিগ বস্’-এর ১৩তম সিজ়নে বিজয়ী হন সিদ্ধার্থ শুক্ল। ২০২১ সালের ২ সেপ্টেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ৪০ বছর।

০৫ ১৬

শুধুমাত্র শেফালি এবং সিদ্ধার্থই নন, ‘বিগ বস্’-এর এমন বহু প্রতিযোগী রয়েছেন, যাঁরা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মধ্যে রয়েছেন এক জন বাঙালি অভিনেত্রীও।

০৬ ১৬

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-এর এপ্রিল মাসে মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী প্রত্যুষার। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ২৪ বছর।

০৭ ১৬

‘বালিকা বধূ’ ছাড়াও ‘হম হ্যায় না’ এবং ‘সসুরাল সিমর কা’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রত্যুষা। ‘ঝলক দিখলা যা ৫’ এবং ‘পাওয়ার কাপল’ নামের রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাঁকে।

০৮ ১৬

‘বিগ বস্’-এর শোয়ে সপ্তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে কয়েক সপ্তাহ পরেই সেই শো থেকে বাদ পড়েছিলেন প্রত্যুষা।

০৯ ১৬

মাত্র ৪২ বছর বয়সে মারা গিয়েছিলেন ‘বিগ বস্’-এর আরও এক প্রতিযোগী সোনালী ফোগাট। ২০২২ সালের অগস্ট মাসে গোয়া সফরে গিয়ে আচমকা মৃত্যু হয়েছিল সোনালীর।

১০ ১৬

২০২০ সালে ‘বিগ বস্’-এর চতুর্দশ সিজ়নে অংশগ্রহণ করেছিলেন সোনালী। ২০১৯ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। গোয়া ঘুরতে গিয়ে বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। হাসপাতালে ভর্তি করানো হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা।

১১ ১৬

কন্নড় ছবির অভিনেত্রী ছিলেন জয়শ্রী রামাইয়া। ২০১৩ সালে ‘বিগ বস্ কন্নড়’ শোয়ের তৃতীয় সিজ়নে অংশগ্রহণ করেছিলেন তিনি। কানাঘুষো শোনা যায় যে, দীর্ঘ কয়েক মাস মানসিক অবসাদগ্রস্ত ছিলেন অভিনেত্রী।

১২ ১৬

২০২০ সালের মাঝামাঝি সময়ে প্রায়ই আত্মহত্যা করার কথা ভাবতেন জয়শ্রী। সে কারণে পুনর্বাসনকেন্দ্রেও গিয়েছিলেন নায়িকা। ২০২১ সালে বেঙ্গালুরুর ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর।

১৩ ১৬

২০২০ সালের জানুয়ারি মাসে মলয়ালম ভাষায় সম্প্রচার শুরু হয়েছিল ‘বিগ বস্ মলয়ালম’ শোয়ের দ্বিতীয় সিজ়নের। এই সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন মলয়ালম গায়ক সোমাদাস চতন্নুর। মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনিও।

১৪ ১৬

রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করার ১৫ দিন পর অসুস্থতার কারণে ‘বিগ বস্’-এর ঘরকে বিদায় জানিয়েছিলেন সোমাদাস। ২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। কোভিড থেকে সেরে ওঠার পর কিডনির সমস্যায় ভুগতে শুরু করেছিলেন সোমদাস। দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় গায়কের বয়স ছিল ৪২ বছর।

১৫ ১৬

‘বিগ বস্’-এর এক প্রতিযোগী ছিলেন স্বামী ওম। ২০১৬ সালে ‘বিগ বস্’-এর দশম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। শোয়ে অংশগ্রহণ করার পর বিতর্ক শুরু হয়েছিল স্বামী ওমকে ঘিরে। সংবাদসংস্থা সূত্রে খবর, এক সহ-প্রতিযোগীর দিকে মূত্র ছুড়েছিলেন তিনি।

১৬ ১৬

২০২১ সালের গোড়ার দিকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন স্বামী ওম। কোভিডে আক্রান্ত হওয়ার পর তাঁর আরও শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement