ছায়াপথের লীলাখেলা

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারি। এই পাঁচ মাসে মহাকাশে বসানো ‘হাব্‌ল স্পেস টেলিস্কোপ’-এর নজরে পড়েছে মহাবিশ্বে একের পর এক গ্যালাক্সি। তার কোনওটা রত্নের মতো। কোনওটার ভেতরটা যেন সূর্যমুখী ফুলের কোরক। আবার কোথাও দুই গ্যালাক্সির মিলন ঘটছে। আর তার ফলে ঘটছে ধুন্ধুমার বিস্ফোরণ। সুপারনোভা। আবার এমন গ্যালাক্সিও পাওয়া গিয়েছে, যার ভর ও ক্ষুধা--দু’টোই খুব বেশি। এই সব নিয়েই এই গ্যালারি।

Advertisement
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১৫:৫৫
Share:

’স্যাগিটারিয়াস’ নক্ষত্রপুঞ্জে ‘NGC-6818’ গ্যালাক্সি। যাকে বলা হয় ‘লিটল জেম নেবুলা’।

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারি। এই পাঁচ মাসে মহাকাশে বসানো ‘হাব্‌ল স্পেস টেলিস্কোপ’-এর নজরে পড়েছে মহাবিশ্বে একের পর এক গ্যালাক্সি। তার কোনওটা রত্নের মতো। কোনওটার ভেতরটা যেন সূর্যমুখী ফুলের কোরক। আবার কোথাও দুই গ্যালাক্সির মিলন ঘটছে। আর তার ফলে ঘটছে ধুন্ধুমার বিস্ফোরণ। সুপারনোভা। আবার এমন গ্যালাক্সিও পাওয়া গিয়েছে, যার ভর ও ক্ষুধা--দু’টোই খুব বেশি। এই সব নিয়েই এই গ্যালারি।

Advertisement

ছবি সৌজন্যে- নাসা।

এ বার ‘সূর্যের দেশে’ যাচ্ছে ভারত, সামনে দুই বাঙালি

Advertisement

ব্ল্যাক হোল থেকে ঠিকরে বেরচ্ছে দৃশ্যমান আলো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement