Turkey Axis vs India Alliance

তুরস্কের নাকের ডগায় যুদ্ধজাহাজ পাঠিয়ে রণহুঙ্কার! তিন ‘শয়তানের’ চক্রব্যূহ ভাঙতে চার ‘বন্ধু’কে নিয়ে জোট তৈরির চেষ্টায় ভারত

ভারতের বিরুদ্ধে ধীরে ধীরে ত্রিশক্তি জোট গড়ে তুলছে পাকিস্তান, তুরস্ক এবং আজ়ারবাইজান। এই পরিস্থিতিতে শত্রুদের মুখের মতো জবাব দিতে চার ‘বন্ধু’ রাষ্ট্রকে সঙ্গে নিয়ে একটি জোট তৈরির দিকে এগোচ্ছে ভারত, দাবি প্রতিরক্ষা বিশ্লেষকদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৯
Share:
০১ ১৮

কাশ্মীর ইস্যুকে সামনে রেখে চক্রব্যূহে ভারতকে ঘিরতে এককাট্টা তিন ‘শয়তান’! পর্দার আড়ালে থেকে তাদের হাওয়া দিচ্ছে ধুরন্ধর চিনও। এই পরিস্থিতিতে ‘বন্ধু’দের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্তিশালী মিত্র-জোট গঠনের রাস্তায় হাঁটতে শুরু করেছে নয়াদিল্লি। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সংশ্লিষ্ট জোটটির দেশগুলির মধ্যে সামরিক সমঝোতা হলে ঘুম উড়বে তিন শত্রুর। আর তাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলছেন তাঁরা।

০২ ১৮

পাকিস্তান, তুরস্ক ও আজ়ারবাইজান। গত কয়েক বছর ধরে ভারতের বিরুদ্ধে অক্ষশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে এই তিন দেশ। চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের সংঘর্ষে নয়াদিল্লির হাতে ইসলামাবাদ বেদম মার খাওয়ার পর নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করেছে তারা। ফলে আন্তর্জাতিক মঞ্চে বার বার কাশ্মীরের ব্যাপারে পশ্চিমের প্রতিবেশীর সঙ্গে সুর মিলিয়ে আওয়াজ তুলতে শোনা গিয়েছে আঙ্কারা এবং বাকুকে।

Advertisement
০৩ ১৮

এ-হেন অক্ষশক্তির বাড়বাড়ন্ত শুধু যে কূটনৈতিক স্তরে আটকে আছে, এমনটা নয়। নিজেদের মধ্যে সামরিক সমঝোতাও বৃদ্ধি করছে তারা। এ ব্যাপারে সবচেয়ে বড় খেলোয়াড় হল তুরস্ক। ক্রমাগত পাক ফৌজকে অত্যাধুনিক ‘বের‌্যাক্টার টিবি-২’ ড্রোন সরবরাহ করে চলেছে আঙ্কারা। ‘ইউরোপের রুগ্ন মানুষ’টির ইসলামাবাদের নৌবাহিনীকে শক্তিশালী করার প্রবল আগ্রহ রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মাঝেমধ্যেই একসঙ্গে যুদ্ধের মহড়ায় গা ঘামাতে দেখা যাচ্ছে এই তিন দেশের সৈনিকদের।

০৪ ১৮

প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, তিন ‘শয়তান’-এর এই জোটে সরাসরি না থাকলেও নেপথ্যে থেকে দাবার চাল দিচ্ছে বেজিং। বর্তমানে পাক ফৌজকে সর্বাধিক হাতিয়ার সরবরাহকারী দেশ হল চিন। ‘স্টেল্‌থ’ শ্রেণির পঞ্চম প্রজন্মের লড়াকু জেট থেকে শুরু করে ট্যাঙ্ক-কামান বা রণতরী, একের পর এক অত্যাধুনিক অস্ত্র পাঠিয়ে ইসলামাবাদের হাত শক্ত করছে ড্রাগন। এর পাশাপাশি রয়েছে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং গুপ্তচর কৃত্রিম উপগ্রহের পাঠানো তথ্যের আদানপ্রদান।

০৫ ১৮

বিভিন্ন ফ্রন্টে শত্রুরা এককাট্টা হচ্ছে বুঝতে পেরে মাঠে নেমেছে ভারতও। পাল্টা চতুর্মুখী জোট তৈরির দিকে নজর দিয়েছে নয়াদিল্লি। এ ব্যাপারে গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়া এবং ইজ়রায়েলকে পাশে পাচ্ছে কেন্দ্র। এদের প্রত্যেকের সঙ্গেই ওই তিন ‘শয়তান’-এর রয়েছে ঘোরতর বিরোধ। বর্তমান পরিস্থিতিতে চারটি দেশ যে ভাবে কাছাকাছি এসেছে, তাতে অক্ষশক্তির টিকে থাকা কঠিন হবে, বলছেন সাবেক সেনাকর্তারা।

০৬ ১৮

এ বছরের ২১ সেপ্টেম্বর হঠাৎ করেই সাইপ্রাসের লিমাসেল বন্দরে নোঙর করে ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট শ্রেণির রণতরী ‘আইএনএস ত্রিকাণ্ড’। সূত্রের খবর, আপাতত ভূমধ্যসাগরীয় এলাকায় মোতায়েন থাকবে ওই যুদ্ধজাহাজ। তুর্কি নৌসেনার প্রভাব সেখানে কমানোই যে এর উদ্দেশ্য, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি, গ্রিস এবং সাইপ্রাসের ফৌজের সঙ্গে একাধিক সামরিক মহড়াতেও অংশ নিচ্ছে নয়াদিল্লির বাহিনী।

০৭ ১৮

গত শতাব্দীর ৮০-এর দশকে ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের উত্তর অংশ দখল করে নেয় তুরস্ক। অধিকৃত এলাকাটির নাম ‘টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস’ রেখেছে আঙ্কারা। সেখানে স্বশাসিত একটি সরকার থাকলেও সুতোটি আছে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের হাতে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দ্বীপরাষ্ট্রের গোটাটাই দখল করার পরিকল্পনা রয়েছে তাঁর। এই আবহে ভারতীয় নৌবাহিনীর রণতরী নিয়ে সেখানে পৌঁছোনোর আলাদা তাৎপর্য রয়েছে, বলছেন বিশ্লেষকেরা।

০৮ ১৮

কাশ্মীর নিয়ে তুরস্কের বিশেষ মাথাব্যথা রয়েছে, সেটা ভাবলে ভুল হবে। দীর্ঘ দিন ধরেই ইসলামীয় দেশগুলির মাথা হতে চাইছে আঙ্কারা। পাশাপাশি পুরনো অটোমান সাম্রাজ্য ফিরিয়ে আনার স্বপ্নও রয়েছে এর্ডোয়ানের। মুসলিম দেশগুলির মধ্যে একমাত্র ইসলামাবাদের কাছে আছে পরমাণু হাতিয়ার। সেই কারণে ভারতের পশ্চিমের প্রতিবেশীকে দলে টেনে ক্ষমতাবৃদ্ধির খেলায় নেমেছে ‘ইউরোপের রুগ্ন মানুষ’, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

০৯ ১৮

অটোমান শাসনকালে সম্পূর্ণ গ্রিস ছিল তুর্কি ফৌজের দখলে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-’১৮) পর সম্পূর্ণ বদলে যায় পরিস্থিতি। এতে আঙ্কারা পরাজিত হলে স্বাধীনতার স্বাদ পায় গ্রিকেরা। কিন্তু পরবর্তী সময়ে এজিয়ান সাগরের একাধিক দ্বীপকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাড়তে থাকে সীমান্ত বিরোধ। ওই এলাকাগুলিকে নিজেদের বলে দাবি জানিয়েছে এর্ডোয়ান প্রশাসন। শুধু তা-ই নয়, আথেন্সের জলসীমায় ঢুকে ‘দৌরাত্ম্য’ চালানোর অভিযোগও উঠছে এশিয়া মাইনর সংলগ্ন দেশটির নৌবাহিনীর বিরুদ্ধে।

১০ ১৮

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে জন্ম হয় রাশিয়া-সহ ১৫টি রাষ্ট্রের। সেই তালিকায় রয়েছে মধ্য এশিয়ার আর্মেনিয়া ও আজ়ারবাইজান। স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করা ইস্তক নাগোর্নো-কারাবাখ এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিবাদে জড়ায় এই দুই প্রতিবেশী। এর নিষ্পত্তি ঘটাতে ২০২০ সালে তুরস্কের সহযোগিতায় সেখানে সামরিক অভিযান চালায় বাকু।

১১ ১৮

আজ়ারবাইজানের ওই অতর্কিত আক্রমণের জন্য একেবারেই তৈরি ছিল না ইয়েরেভান। ফলে নাগোর্নো-কারাবাখে পরাজিত হয় আর্মেনীয় ফৌজ। সেই হারের থেকে শিক্ষা নিয়ে বাহিনীর আধুনিকীকরণে মন দিয়েছে মধ্য এশিয়ার ওই দেশ। ভারতের থেকে একাধিক অত্যাধুনিক হাতিয়ার আমদানি করা শুরু করেছে তারা। ফলে স্বাভাবিক ভাবেই নয়াদিল্লিকে শত্রু মেনে নিয়ে সমর্থনের পাল্লা পাকিস্তানের দিকে ঝুঁকিয়েছে বাকু।

১২ ১৮

২০২২ সালে আর্মেনিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, অ্যাডভান্স টোড আর্টিলারি গান সিস্টেম বা হাউৎজ়ার কামান, ট্যাঙ্ক বিধ্বংসী রকেট, আকাশ এয়ার ডিফেন্স এবং স্বাতী রেডার কিনেছে ইয়েরেভান। এর পাশাপাশি গোলা-বারুদ এবং ড্রোন ধ্বংসকারী সরঞ্জামও মধ্য এশিয়ার দেশটিকে সরবরাহ করে থাকে এ দেশের প্রতিরক্ষা মন্ত্রক।

১৩ ১৮

গত জুলাইয়ে ভারত এবং গ্রিসের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই সময়ে আঙ্কারার গণমাধ্যমগুলি দাবি করে বসে, নয়াদিল্লির থেকে ভূমি থেকে আক্রমণকারী দূরপাল্লার ক্রুজ় ক্ষেপণাস্ত্র বা এলআর-এলএসিএম (লং রেঞ্জ-ল্যান্ড অ্যাটাক ক্রুজ় মিসাইল) কিনতে চলেছে আথেন্স। এজ়িয়ান সাগর সংলগ্ন এলাকায় সেগুলিকে মোতায়েন করবে গ্রিক ফৌজ। যদিও সরকারি ভাবে এ ব্যাপারে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

১৪ ১৮

তুরস্কের কাছে অবশ্য ভারতের পরিচয় ‘হিন্দিস্তান’। নয়াদিল্লিকে এই নামেই বরাবর সম্বোধন করে এসেছে ‘ইউরোপের রুগ্ন মানুষ’। সেখানকার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, খুব দ্রুত হাজার কিলোমিটারের বেশি পাল্লার এলআর-এলএসিএম গ্রিক বাহিনীকে সরবরাহ করবে ভারত। এক বার ওই মারণাস্ত্র হাতে পেলে আঙ্কারা-সহ একাধিক শহরকে নিশানা করতে পারবে আথেন্স। আর ঠিক সেই কারণেই যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে কাঁপছে এশিয়া মাইনরের তুর্কিভূমি।

১৫ ১৮

ভারত ও গ্রিসের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কোনও আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। তবে সূত্রের খবর, এই ব্যাপারে কথাবার্তা বেশ কিছু দূর এগিয়েছে। তার মধ্যেই আথেন্সের গণমাধ্যমগুলি দাবি করে বসে, নয়াদিল্লির থেকে এলআর-এলএসিএম হাতে পেতে চলেছে গ্রিক ফৌজ। সেই খবরগুলিকে উদ্ধৃত করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক তুর্কি সংবাদমাধ্যম। এর প্রতিটিতেই নয়াদিল্লির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে নিয়ে রয়েছে চাপা আতঙ্ক।

১৬ ১৮

তুর্কি-পাক-আজ়ারবাইজান অক্ষবিরোধী জোটে সবশেষে অবশ্যই বলতে হবে ইজ়রায়েলের নাম। পশ্চিম এশিয়ার ছোট্ট ইহুদি রাষ্ট্রটির অস্তিত্বই অস্বীকার করে আঙ্কারা ও ইসলামাবাদ। এই দু’টি দেশই পৃথিবীর মানচিত্র থেকে ইজ়রায়েলকে মুছে দিতে তৎপর। সাম্প্রতিক সময়ে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগও উঠেছে ‘ইউরোপের রুগ্ন মানুষ’টির বিরুদ্ধে। এই বিষয়ে এর্ডোয়ানকে হুঁশিয়ারি দিয়েছেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

১৭ ১৮

গত ১৭ এপ্রিল সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান। সেখানে বলা হয়েছে, দু’টি দেশের মধ্যে যে কেউ তৃতীয় কোনও পক্ষ দ্বারা আক্রান্ত হলে দু’জনেই তা যুদ্ধ হিসাবে বিবেচনা করবে। মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা নেটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) আদলে এই চুক্তি হওয়ায় সিঁদুরে মেঘ দেখছে ইজ়রায়েল এবং ভারত। ফলে আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে এই দুই দেশ আরও কাছাকাছি আসবে, বলছেন বিশ্লেষকেরা।

১৮ ১৮

সৌদি আরবের সঙ্গে সামরিক সমঝোতার পর রিয়াধকে আণবিক সুরক্ষার আশ্বাস দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এর পাশাপাশি একটি ‘ইসলামীয় নেটো’ তৈরির মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। ফলে ভারত, ইজ়রায়েল, আর্মেনিয়া, সাইপ্রাস এবং গ্রিসের মতো ‘বন্ধু’ রাষ্ট্রগুলি হাতিয়ার আদানপ্রদানের থেকে আরও এক কদম এগিয়ে কোনও সামরিক চুক্তি করবে কি না, সেটাই এখন দেখার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement