jahnvi Kapoor

৩৯ কোটির বাড়ি, দু’কোটির গাড়ি, আর কী কী সম্পত্তি রয়েছে শ্রীদেবী-কন্যার?

শ্রীদেবী-কন্যা জাহ্নবী ৭৪ কোটি টাকার মালিক। অভিনেত্রীর সংগ্রহে রয়েছে নামী ব্র্যান্ডের বহুমূল্য গাড়িও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১০:২৯
Share:
০১ ১৩

২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিজগতে নিজের কেরিয়ার শুরু করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী। চার বছরে মোট চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার নবাগতা জাহ্নবী ইতিমধ্যেই উপার্জনের শীর্ষে থাকা অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন।

০২ ১৩

সংবাদ সংস্থা সূত্রের খবর, ছবিপ্রতি ৫ কোটি টাকা উপার্জন করেন জাহ্নবী।

Advertisement
০৩ ১৩

অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৯ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি টাকা)।

০৪ ১৩

মুম্বইয়ের লোখন্ডওয়ালার বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতেন জাহ্নবী। ২০২০ সালের শেষের দিকে জুহু এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন তিনি।

০৫ ১৩

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বাড়ির মূল্য ৩৯ কোটি টাকা। বর্তমানে এই বাড়িতেই বোন খুশির সঙ্গে থাকেন অভিনেত্রী।

০৬ ১৩

নামী ব্র্যান্ডের বহুমূল্য গাড়ি সংগ্রহে রাখার শখ রয়েছে অভিনেত্রীর। তাঁর কাছে মার্সিডিজ মেব্যাক এস৫৬০ মডেলের গাড়ি রয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, গাড়িটি কিনতে জাহ্নবীর ১ কোটি ৯৪ লক্ষ টাকা খরচ হয়েছে।

০৭ ১৩

এই গাড়িটি নিজের মনের মতো সাজিয়েওছেন তিনি। প্রতিটি আসনে সিট ম্যাসেজার থেকে শুরু করে গাড়ির পিছনের আসনগুলিতে বিনোদনের আয়োজন রয়েছে। প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এই গাড়িতে।

০৮ ১৩

১ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ সিরিজের এস ক্লাস মডেলটিও রয়েছে অভিনেত্রীর কাছে।

০৯ ১৩

এই গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতিবেগে আসতে ৭.৮ সেকেন্ড সময় নেয়।

১০ ১৩

জাহ্নবী তাঁর সংগ্রহে বিএমডব্লিউ এক্স-৫ সিরিজ়ের মডেল কিনে রেখেছেন।

১১ ১৩

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই গাড়িটির মূল্য ৯৫ লক্ষ ৯০ হাজার টাকা। শূন্য থেকে ১০০ কিমি গতিবেগে আসতে ৬.৫ সেকেন্ড সময় লাগে।

১২ ১৩

মার্সিডিজ ব্র্যান্ডের আরও একটি গাড়ি রয়েছে জাহ্নবীর। মার্সিডিজ জিএলই ২৫০ডি মডেলের গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতিবেগে আসতে ৮.৬ সেকেন্ড সময় লাগে।

১৩ ১৩

সংবাদ সংস্থায় প্রকাশ, এই গাড়িটির মূল্য ৬৭ লক্ষ ১৫ হাজার টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement