Bollywood Gossip

নাতনি বলিউডের নায়িকা, ১০ বছর একত্রবাসের পর কন্যার চেয়েও ছোট প্রেমিকাকে গোপনে বিয়ে করেন অভিনেতা!

২৯ বছরের বড় অভিনেতার সঙ্গে মেয়ে সম্পর্কে রয়েছেন, তা মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। প্রথমত, দু’জনের বয়সের পার্থক্য অনেক। দ্বিতীয়ত, অতীতে নায়িকার সঙ্গে পরকীয়া এবং তিন বার বিবাহবিচ্ছেদের কারণে অভিনেতাকে প্রথমে পছন্দ হয়নি তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৬:২০
Share:
০১ ২০

সুদর্শন এবং ব্যারিটোন কণ্ঠের জন্য জনপ্রিয়। নাটকের মঞ্চ থেকে শুরু করে, ছোটপর্দা, বড়পর্দা, এমনকি আন্তর্জাতিক স্তরেও অভিনয় করেছেন। তবে, দীর্ঘ পেশাজীবনের চেয়েও বেশি আলোচ্য বিষয় অভিনেতার বর্ণময় ব্যক্তিগত জীবন।

০২ ২০

নাতনি বলি অভিনেত্রী আলয়া এফ। মেয়ে অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন একসময়। বয়স শুধুমাত্র সংখ্যায় বেড়েছে অভিনেতার। আদতে চিরতরুণ তিনি। জনপ্রিয় বলি নায়িকার সঙ্গে পরকীয়া, চার চারটি বিয়ে, ৭০ বছর বয়সে মেয়ের চেয়েও কমবয়সি তরুণীকে বিয়ে করে বার বার চর্চায় এসেছেন বলি অভিনেতা কবীর বেদী।

Advertisement
০৩ ২০

চলতি মাসে ৮০ বছরে পা দিলেন কবীর। জন্মদিন পালন করার পাশাপাশি গোয়ায় গিয়ে চতুর্থ স্ত্রী পরভীন দোসাঞ্জের সঙ্গে দশম বিবাহবার্ষিকীও পালন করলেন কবীর। কবীরের কন্যা পূজা বেদীর চেয়েও পরভীন তিন-চার বছরের ছোট। এমনকি, কবীরের সঙ্গেও তাঁর বয়সের পার্থক্য ২৯ বছরের।

০৪ ২০

১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে জন্ম পরভীনের। বাবা-মা, দুই ভাই এবং তিন বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। বিদেশ থেকে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন পরভীন।

০৫ ২০

পরভীনের বাবা-মা দু’জনেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পরিবারের পদাঙ্ক অনুসরণ করে সেই পথে হাঁটেননি পরভীন। বরং নিজের জন্য আলাদা পথ বেছে নিয়েছিলেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ২০০০ সালে স্বাধীন ভাবে গবেষণার কাজ শুরু করেন পরভীন।

০৬ ২০

২০০৫ সালে লন্ডনের জনপ্রিয় রেডিয়ো চ্যানেলে যোগ দেন পরভীন। টানা দু’বছর সেখানেই কাজ করেন তিনি। ২০০৮ সালে প্রযোজনার কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন পরভীন। লন্ডনের এক নামকরা প্রযোজনা সংস্থায় সৃজনশীল প্রযোজক হিসাবে কাজ করা শুরু করেন তিনি।

০৭ ২০

‘সান্দোকান’ নামের একটি ইটালীয় সিরিজ়ের সঙ্গীত প্রযোজনা করেন পরভীন। মহিলাদের নিয়ে একটি নাটকের দল তৈরি করেন তিনি। এক নামী ফ্যাশন সংস্থার প্রচারের মুখ পরভীন। ২০১৫ সালে স্বামী কবীরের সঙ্গে হাত মিলিয়ে এক প্রযোজনা সংস্থা গড়ে তোলেন তিনি।

০৮ ২০

বলিপাড়া সূত্রে খবর, লন্ডনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন কবীর। সেই সূত্রে পরভীনের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। ইটালীয় এক ওয়েব সিরিজ়ে অভিনয়ের জন্য টানা এক বছর রোমে ছিলেন কবীর। সেই সময় থেকেই পরভীনের সঙ্গে তাঁর সম্পর্ক গাঢ় হয়। তাঁদের বন্ধুত্ব কম সময়ের মধ্যে প্রেমে পরিণত হয়।

০৯ ২০

কানাঘুষো শোনা যায়, কবীরের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি পরভীনের বাবা-মা। প্রথমত, দু’জনের বয়সের পার্থক্য অনেক। দ্বিতীয়ত, অতীতে নায়িকার সঙ্গে পরকীয়া এবং তিন বার বিবাহবিচ্ছেদের কারণে কবীরকে প্রথমে পছন্দ হয়নি পরভীনের বাবা-মায়ের।

১০ ২০

সম্পর্ক শুরুর পর দশ বছর কবীরের সঙ্গে একত্রবাস করেছিলেন পরভীন। কবীরের সঙ্গে মেলামেশা করার পর তাঁকে মেনে নিয়েছিলেন পরভীনের পরিবার। ২০১০ সালে পরভীনকে বিয়ের প্রস্তাব দেন কবীর। প্রস্তাব দেওয়ার ছ’বছর পর পরভীনকে গোপনে বিয়ে করেন তিনি।

১১ ২০

২০১৬ সালের জানুয়ারি মাসে ৭০ বছরে পা দিয়েছিলেন কবীর। সেই উপলক্ষে ঘনিষ্ঠ আত্মীয়দের নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মুম্বই থেকে স্পিডবোটে চেপে সকল অতিথিকে আলিবাগের এক বিলাসবহুল আবাসনে নিয়ে যাওয়ার আয়োজনও করেছিলেন অভিনেতা। সেই জন্মদিনের পার্টিতেই চতুর্থ বিয়ের ঘোষণা করেছিলেন কবীর।

১২ ২০

১৯৬৯ সালে প্রতিমা গৌরীকে বিয়ে করেছিলেন কবীর। পেশায় নৃত্যশিল্পী ছিলেন প্রতিমা। বিয়ের পর এক পুত্র এবং এক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তাঁদের কন্যা পূজা বেদী বলিউডের একসময়ের নামকরা অভিনেত্রী। তাঁদের পুত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন।

১৩ ২০

প্রতিমার সঙ্গে দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে কবীর বলেছিলেন, ‘‘আমরা শুধুমাত্র সন্তানদের জন্য এক ছাদের তলায় রয়েছি। পরস্পরের প্রতি টান ছিল না। একসময় নিজেদের মধ্যে এমন বোঝাপড়া হয়ে গিয়েছিল যে, কেউ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে অন্য জন আপত্তি জানাবে না। ‘ওপেন ম্যারেজ’ ছিল আমাদের।’’

১৪ ২০

১৯৭৪ সালে প্রতিমার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় কবীরের। কানাঘুষো শোনা যায়, বলি অভিনেত্রী পরভীন ববির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কই তাঁদের বিচ্ছেদের কারণ। তবে, পরভীনের সঙ্গে কবীরের সম্পর্কও স্থায়ী হয়নি। প্রতিমার সঙ্গে বিয়ে ভাঙার সময়েই পরভীনের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল কবীরের।

১৫ ২০

পরভীনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর পোশাকশিল্পী সুজ়ান হাম্পফ্রের সঙ্গে আলাপ হয়েছিল কবীরের। আমেরিকায় মডেলিং করতে গিয়ে দু’জনের সাক্ষাৎ হয়েছিল। ১৯৮০ সালে সুজ়ানকে বিয়ে করেছিলেন কবীর।

১৬ ২০

কবীরের দ্বিতীয় বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯০ সালে কবীর এবং সুজ়ানের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। সেই বিয়ে থেকে এক পুত্রসন্তান রয়েছে কবীরের।

১৭ ২০

নব্বইয়ের দশকের গোড়ার দিকে বয়সে ২০ বছরের ছোট নিক্কি মুলগাওকরের প্রেমে পড়েন কবীর। রেডিয়ো এবং টেলিভিশনের সঞ্চালিকা ছিলেন নিক্কি। ১৯৯২ সালে তাঁকে বিয়ে করেন কবীর। ১৩ বছর পর ২০০৫ সালে ভেঙে যায় তাঁদের দাম্পত্য।

১৮ ২০

তৃতীয় বার বিবাহবিচ্ছেদের পর ১১ বছর বিয়ে করেননি কবীর। তবে, প্রেমিকা পরভীনের সঙ্গে ১০ বছর একত্রবাসে ছিলেন তিনি। ২০১৬ সালে নিজের ৭০তম জন্মদিনের ঠিক আগে পরভীনকে বিয়ে করেন কবীর।

১৯ ২০

কানাঘুষো শোনা যায়, পরভীনকে বিয়ের পর কবীরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন পূজা। ২-৩ বছর তাঁদের মধ্যে নাকি কোনও রকম যোগাযোগ ছিল না। পরে বাবা-মেয়ের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়।

২০ ২০

কবীরের প্রাক্তন প্রেমিকার সমনামী তাঁর চতুর্থ স্ত্রী। পরভীনকে নাকি নাম বদলানোরও অনুরোধ করেছিলেন কবীর। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরভীন বলেছিলেন, ‘‘কবীর বলেছিল আমার নাম পরিবর্তন করতে। আমি তা শুনে খুব রেগে গিয়েছিলাম। পরে কবীরই আমার রাগ ভাঙিয়েছিল। তার পর আমায় পরভীনের বদলে ‘ভি’ বলে ডাকা শুরু করে।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement