Bollywood Actress

শৈশব থেকেই বড় পর্দায়, অভিনয় বাঙালি নায়কের সঙ্গেও, ধারাবাহিকে অভিনয়ের পর ‘বেপাত্তা’ কাজল-অজয়ের ‘কন্যা’

কাজল এবং অজয় দেবগনের অন্য এক ‘কন্যা’ বড় পর্দায় অভিনয় করার পর একেবারেই ‘উধাও’ হয়ে গিয়েছেন। এখন কী করেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩
Share:
০১ ১৫

বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল এবং অজয় দেবগন। তারকাদম্পতি হিসাবেও বেশ নামডাক রয়েছে তাঁদের। বাবা-মা দু’জনেই অভিনয়জগতের সঙ্গে যুক্ত হলেও তাঁদের কন্যা নায়সা দেবগন এখনও পর্যন্ত অভিনয়ের ধারেকাছে আসেননি। কিন্তু কাজল এবং অজয়ের অন্য এক ‘কন্যা’ বড় পর্দায় অভিনয় করার পর একেবারেই ‘উধাও’ হয়ে গিয়েছেন। এখন কী করেছেন তিনি?

০২ ১৫

কাজল এবং অজয়ের ‘কন্যা’র নাম অক্ষিতা গারুদ। বাস্তবে তিনি তারকাসন্তান নন বটে। বড় পর্দায় কাজলের কন্যার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement
০৩ ১৫

১৯৯৯ সালে প্রকাশ ঝায়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিল কয়া করে’ নামের একটি হিন্দি ছবি। এই ছবিতে কাজল এবং অজয়ের পাশাপাশি অভিনয় করতে দেখা যায় বলি অভিনেত্রী মহিমা চৌধরিকে।

০৪ ১৫

‘দিল কয়া করে’ ছবিতে অজয় এবং কাজলের কন্যার চরিত্রে অভিনয় করতে দেখা যায় অক্ষিতাকে। শিশু অভিনেতা হিসাবে সেই ছবিতে অভিনয় করে প্রশংসা পান তিনি।

০৫ ১৫

কেরিয়ারের প্রথম ছবি মুক্তির পর তিন বছরের বিরতি। তার পর আবার বড় পর্দায় দেখা যায় অক্ষিতাকে। সাময়িক বিরতি নেওয়ার পর বাঙালি অভিনেতার ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি।

০৬ ১৫

২০০২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী অভিনীত ‘মার্শাল’ নামের একটি ছবি। সেই ছবিতে অভিনয় করতে দেখা যায় অক্ষিতাকে।

০৭ ১৫

মিঠুনের ছবি হলেও দুর্বল চিত্রনাট্যের কারণে ‘মার্শাল’ ছবিটি মুখ থুবড়ে পড়ে। বড় পর্দায় অভিনয় নিয়ে কেরিয়ার গড়ার স্বপ্নও স্তিমিত হয়ে যায় অক্ষিতার।

০৮ ১৫

বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় অভিনয়ের সুযোগ খুঁজতে শুরু করেন অক্ষিতা। সেই সুযোগ তাড়াতাড়ি পেয়েও যান তিনি।

০৯ ১৫

২০০২ সাল থেকে ছোট পর্দায় সম্প্রচার শুরু হয় ‘কুমকুম: এক প্যারা সা বন্ধন’ নামের একটি হিন্দি ধারাবাহিক। সময়ের সঙ্গে সঙ্গে এই ধারাবাহিক জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।

১০ ১৫

ওই ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন টেলি অভিনেত্রী জুহি পারমার। সাত বছর ধরে চলা এই জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান অক্ষিতা।

১১ ১৫

‘কুমকুম: এক প্যারা সা বন্ধন’ ধারাবাহিকে অল্প সময়ের জন্য অভিনয় করলেও প্রশংসা পান অক্ষিতা। তবে অভিনয় নিয়ে কেরিয়ার না গড়ে হঠাৎই ‘উধাও’ হয়ে যান তিনি।

১২ ১৫

বলিপাড়া সূত্রে খবর, বর্তমানে অভিনয়জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন অক্ষিতা। এমনকি দেশের গণ্ডি পার করে বিদেশে পাড়ি দিয়ে ফেলেছেন তিনি।

১৩ ১৫

বলিপাড়ার জনশ্রুতি, অভিনয় ছেড়ে বর্তমানে কর্পোরেট জগতে ব্যস্ত অভিনেত্রী। খেলাধুলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রস্তুতকারী সংস্থায় সহকারী ম্যানেজার হিসাবে কাজ করেন তিনি।

১৪ ১৫

ফ্যাশনজগৎ সম্পর্কেও সম্যক ধারণা রয়েছে অক্ষিতার। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই সাজগোজ করে ছবি পোস্ট করেন তিনি।

১৫ ১৫

সমাজমাধ্যমে ‘ভিস্যুয়াল এবং আর্ট ডিরেক্টর’ হিসাবে নিজের পরিচয় দেন অক্ষিতা। কাজল এবং অজয়ের কন্যা নায়সার মতো বড় পর্দার ‘কন্যাও অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement