Mary D’Costa

যিনি স্মৃতির প্রাক্‌বিয়ের কোরিয়োগ্রাফি করেছিলেন তাঁর সঙ্গেই ‘চিট-চ্যাট’ করেছেন পলাশ? কে এই রহস্যময়ী মেরি?

স্মৃতি-পলাশের বিয়ে আপাতত স্থগিত। এ নিয়ে অনেক কানাঘুষো, অনেক জল্পনা, অনেক তত্ত্ব ভেসে বেড়াচ্ছে আকাশে। অনেকেরই দাবি, স্মৃতি-পলাশের বিয়ে ভেস্তে যাওয়ার হিসাব অতটা সহজ নয়। তার নেপথ্যে অন্য গল্প রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৫:৩৩
Share:
০১ ১৫

স্মৃতি মন্ধানার বিয়েতে বাধা পড়েছে। বিয়ের আসরে অসুস্থ হয়ে পড়েন ক্রিকেটতারকার বাবা। আনন্দের আবহ মুহূর্তে বদলে যায়। এর ফলে বিয়ে পিছিয়ে দেন স্মৃতি ও তাঁর হবু স্বামী পলাশ মুচ্ছল। পরে পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

০২ ১৫

রবিবার বিয়ের আসরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তার আগে মেহেন্দি, গায়েহলুদ ও সঙ্গীত হয়ে গিয়েছিল। সঙ্গীত অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

Advertisement
০৩ ১৫

এর পরে সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও।

০৪ ১৫

পরে সন্ধ্যা নাগাদ পলাশের দিদি পলক মুচ্ছল নিশ্চিত করেন যে স্মৃতির সঙ্গে তাঁর ভাইয়ের বিয়ে আপাতত স্থগিত রাখা হচ্ছে।

০৫ ১৫

স্মৃতি-পলাশের বিয়ে আপাতত স্থগিত। এ নিয়ে অনেক কানাঘুষো, অনেক জল্পনা, অনেক তত্ত্ব ভেসে বেড়াচ্ছে আকাশে। অনেকেরই দাবি, স্মৃতি-পলাশের বিয়ে ভেস্তে যাওয়ার হিসাব অতটা সহজ নয়। তার নেপথ্যে অন্য গল্প রয়েছে।

০৬ ১৫

সেই জল্পনাই উস্কে দিয়ে পুরো বিষয়টিতে উঠে এসেছে একটি নাম, মেরি ডি’কোস্টা। তরুণীর দাবি, পলাশ তাঁকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন।

০৭ ১৫

তখন মেরি প্রশ্ন তোলেন, “তুমি তো একটা সম্পর্কে আছ?” সেই শুনে পলাশ বলেন, “কে বলেছে, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না?”

০৮ ১৫

পলাশ এবং মেরির ‘কথোপকথনের’ একটি স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল। তবে এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

০৯ ১৫

ওই স্ক্রিনশট অনুযায়ী, মেরি নামে ওই মহিলার সঙ্গে দেখা করার জন্য বেশ ছিলেন উদ্‌গ্রীব পলাশ। আশপাশের লোকজন চিনতে পারলে কী হবে তা নিয়ে মেরি আশঙ্কা প্রকাশ করায় তাঁকে আশ্বস্তও করতে দেখা গিয়েছে পলাশকে।

১০ ১৫

স্ক্রিনশট অনুযায়ী, স্মৃতি মন্ধানার সঙ্গে ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক নিয়েও নাকি মেরির সঙ্গে কথা বলেন পলাশ। ভিন্ন শহরে থাকার ফলে সম্পর্কে আগের মতো টান নেই, এমনও বলতে দেখা গিয়েছে পলাশকে।

১১ ১৫

এই স্ক্রিনশটগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি স্মৃতি বা পলাশ কেউই।

১২ ১৫

কিন্তু কে এই মেরি? মেরি সম্পর্কে বিশেষ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি এক জন নৃত্য পরিচালক বা কোরিয়োগ্রাফার।

১৩ ১৫

স্মৃতি এবং পলাশের প্রাক্‌বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের নাচের কোরিয়োগ্রাফিও নাকি মেরিই করেছিলেন বলে দাবি।

১৪ ১৫

ইন্টারনেটে আবার ছড়িয়েছে যে, পলাশ তাঁর বাগ্‌দানের চার দিন আগে নাচের অনুশীলনের সময় এক জনকে চুম্বন করতে গিয়ে ধরা পড়েছিলেন। তবে তিনি মেরি ছিলেন কি না তা স্পষ্ট নয়। যদিও অনেকেই বিষয়টিকে গুজবের তকমা দিয়েছেন।

১৫ ১৫

আপাতত পলাশের এবং স্মৃতির বিয়ে এবং তা স্থগিত হওয়া নিয়ে রহস্যময়ী মেরির নাম জড়ানোয় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement