‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার পরিচালক জোয়া আখতার এখন বলিউডে পরিচিত নাম। বহু বছর আগে মীরা নায়ারের ‘কামাসুত্রা’তে রেখার ছাত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি।
এক ঝলকের আশায় তামাম ভক্তকুল। অটোগ্রাফের জন্য চরম উচ্ছ্বাস। পর্দায় এক মুহূর্তের উপস্থিতি হৃদয়ে ঝড় তোলে কোনও সিনেমাপ্রেমীর। যে সব বলিউড স্টাররা এক সময় সিলভার স্ক্রিন কাঁপিয়েছেন বা এখনও তাঁদের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে সকলের। কিন্তু তাঁদের কেরিয়ারের শুরুর দিকে ছবিটা এমনটা ছিল না। কেউ হয়তো কয়েক সেকেন্ডের জন্য পর্দায় এসেছেন। আবার কোনও কোনও সেলিব্রেটি গ্রুপ ডান্সার হিসেবে কাজ করেও দর্শকদের অলক্ষ্যেই রয়ে গিয়েছেন। এমনই আট জন সেলিব্রেটি সম্পর্কে জেনে নিন।
আরও দেখুন
ডিটক্স করতে ডায়েটে রাখুন এই ১০ খাবার