২০১৫ সালে প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ৪৭ বছরের কিতারোভিক।
কলিন্দা গ্রেবার-কিতোরোভিক। তিনি ক্রোয়েশিয়ার প্রথম নাগরিক। সে দেশের প্রেসিডেন্ট। এ দিকে তাঁর ছবিই এখন ইন্টারনেট ভাইরাল। আসলে ছবিতে যে বিকিনি পরে রয়েছেন তিনি! কোনও দেশের প্রেসিডেন্টের এমন ছবি দেখে স্তম্ভিত সোশ্যাল মিডিয়া।