অস্ট্রেলিয়ার সেজে উঠেছে ক্রিসমাস ট্রি...
আর মাত্র কয়েক ঘণ্টা। বড়দিনের আনন্দে মেতে উঠবে সারা বিশ্ব। ঘর সাজানো থেকে নানা স্বাদের কেক— সব কিছুরই প্রস্তুতি এখন চরম পর্যায়ে। শুধু শপিং মল গুলোই নয়, খুশির মেজাজে সেজে উঠেছে সারা বিশ্বও। কোথাও বা কেক দিয়ে বানানো হয়েছে ক্রিসমাস ট্রি। তো কোথাও আবার ক্রিসমাস ট্রি-র ডালপালা আদপে কতগুলো খেলনার সরঞ্জাম। গ্যালারিতে রইল নানা প্রান্তের এমনই কিছু ক্রিসমাস ট্রি।