কেউ পড়েছে রঙিন জামা, কেউ বা মাথায় দিয়েছে বাহারি টুপি, আবার কারও চোখে সানগ্লাস— এরা সকলেই সারমেয়। সেজেগুজে ফ্যাশন প্যারেডে হাজির তারা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এই অভিনব ফ্যাশন প্যারেডের আয়োজন হয়েছিল। সেই ছবিই দেখে নিন এক ঝলকে।
Advertisement
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১২
Share:
কেউ পড়েছে রঙিন জামা, কেউ বা মাথায় দিয়েছে বাহারি টুপি, আবার কারও চোখে সানগ্লাস— এরা সকলেই সারমেয়। সেজেগুজে ফ্যাশন প্যারেডে হাজির তারা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এই অভিনব ফ্যাশন প্যারেডের আয়োজন হয়েছিল। সেই ছবিই দেখে নিন এক ঝলকে। ছবি: গেটি ইমেজেস।