সত্যি ঘটনার ওপর নির্ভর করে চিত্রনাট্য লিখেছেন পরিচালক প্রাওয়াল রামন।
চিত্রনাট্যের প্রয়োজনে পর্দার চুমুতে এখন বেশ সাবলীল বলিউড। কিন্তু ছবির প্রচারে এসেও চুমু! এমন ঘটনারই সাক্ষী থাকলেন দর্শকরা। সৌজন্যে রণদীপ হুডা এবং রিচা চাড্ডা। তাঁদের আসন্ন ছবি ‘ম্যায় অউর চার্লস’য়ের ট্রেলার লঞ্চে এসে মঞ্চের ওপর দাঁড়িয়ে একে অপরকে চুমু খেলেন রণদীপ এবং রিচা। প্রকাশ হয়েছে ‘ম্যায় অউর চার্লস’য়ের কিছু ছবি। দেখে নিন তারই কয়েক ঝলক। ছবি: টুইটারের সৌজন্যে।