খালি গায়ে স্পোর্টসম্যান, কখনও ফ্যাশন কখনও আবেগ

শার্টলেস হওয়া শুধু হলিউড বা বলিউডের সেক্সি নায়কদের একচেটিয়া কারবার নয়। জামা খুলে পেশিবহুল দেহ দেখানোর ব্যাপারে কম যান না তারকা খেলোয়াড়েরাও। সম্প্রতি নিজের শার্টলেস সেলফি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন বিরাট কোহলি। ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই লাইকের বন্যা। বিতর্ক যাতে আর না বেড়ে যায় অবশ্য সেই ছবি নিজেই মুছে দেন অনুষ্কা শর্মার বয়ফ্রেন্ড। গ্যালারিতে শার্টলেস স্পোর্টস তারকাদের কয়েক ঝলক?

Advertisement
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৮
Share:

বিরাটের শার্টলেস সেলফি।

শার্টলেস হওয়া শুধু হলিউড বা বলিউডের সেক্সি নায়কদের একচেটিয়া কারবার নয়। জামা খুলে পেশিবহুল দেহ দেখানোর ব্যাপারে কম যান না তারকা খেলোয়াড়েরাও। সম্প্রতি নিজের শার্টলেস সেলফি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেন বিরাট কোহলি। ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই লাইকের বন্যা। বিতর্ক যাতে আর না বেড়ে যায় অবশ্য সেই ছবি নিজেই মুছে দেন অনুষ্কা শর্মার বয়ফ্রেন্ড। গ্যালারিতে শার্টলেস স্পোর্টস তারকাদের কয়েক ঝলক? ছবি: এএফপি, গেটি ইমেজেস এবং টুইটার।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

সলমনের শার্টলেস সেলফি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement