(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার দ্রুত ভিসানীতি নতুন করে পর্যালোচনার মাধ্যমে অভিবাসী ভিসায় ‘নির্বাচিত স্থগিতাদেশ’ প্রত্যাহার করবে বলে আশা প্রকাশ করল পাকিস্তান। সেই সঙ্গে বৃহস্পতিবার পাক বিদেশ দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘‘এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা আশাবাদী যে অভিবাসী ভিসার নিয়মিত প্রক্রিয়াকরণ শীঘ্রই পুনরায় চালু হবে।’’
বুধবার ভিসা নিয়ে বড় পদক্ষেপের বার্তা দিয়েছে আমেরিকা। ট্রাম্প সরকার ঘোষণা করেছে, পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া, ইরান-সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখা হয়েছে। আমেরিকার নাগরিকদের দেওয়া সুবিধার উপর নির্ভরশীল বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবেই এই পদক্ষেপ বলেও জানিয়েছে মার্কিন বিদেশ দফতর। এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘নতুন অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ হরণ করে নিচ্ছেন না, এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।’’
ওয়াশিংটনের দাবি, পাকিস্তান-সহ ওই ৭৫টি দেশের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন জনগণের বিবিধ অভিযোগ উঠে এসেছে। আমেরিকানদের উদারতার অপব্যবহার যাতে না হয়, তা নিশ্চিত করতে চায় ট্রাম্প সরকার। এই নিষেধাজ্ঞার সময়সীমা কত দিন, সে বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। পাক বিদেশসচিব আন্দ্রাবি অবশ্য মনে করেন দ্রুত নতুন করে অভিবাসী ভিসা দেওয়া শুরু করবে আমেরিকা। তিনি বলেন, ‘‘আমরা বুঝতে পেরেছি যে এটি মার্কিন অভিবাসন নীতি এবং ব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে একটি ধারাবাহিক অভ্যন্তরীণ প্রক্রিয়া।’’