গত বছর ‘অ্যালোন’ ছবির ‘কাটরা কাটরা’ গান নিয়ে বেশ তোলপাড় হয়েছিল সিনে দুনিয়ায়। কর্ণ-বিপাশার সেনসেশনাল পারফরম্যান্স নজর কেড়েছিল দর্শকদের। বিপাশা জানিয়েছেন, তাঁর সঙ্গেই কর্ণের কেমিস্ট্রি ভাল জমে। তাই বলি মহলের একাংশের প্রশ্ন, কর্ণের সঙ্গে অন্য নায়িকাদের দেখলেই কি হিংসে হচ্ছে বিপাশার? এক নজরে দেখে নিন বিপাশা-কর্ণের শরীর খেলা ।