সুপারস্টারের জিন্দেগি কা সফর....

রাজেশ খন্না। হাই নেক ‘গুরু’ পঞ্জাবি, ঘাড় হেলিয়ে মুচকি হাসি, সংলাপ বলার নাটকীয় ভঙ্গি, একের পর এক কালজয়ী গান এবং নিজস্ব রোম্যান্টিক ম্যানারিজিমে মুগ্ধ করেছিলেন ষাটের দশকের শেষ এবং সত্তরের দশকের প্রথম ভাগ। বলিউডের অভিধানে তিনিই উপহার দিয়েছিলেন নতুন শব্দ ‘সুপারস্টার’। চার দশকের কেরিয়ারে ৭৩টি গোল্ডেন জুবিলি, ২২টি সিলভার জুবিলি হিট। ১৯৬৯-১৯৭২, পরপর ১৫টি সুপারহিট ছবি। সেই রেকর্ড আজও অক্ষত। মঙ্গলবার ২৯ ডিসেম্বর ধ্রুপদী বলিউডের শেষ রোম্যান্টিক নায়ক রাজেশ খন্নার জন্মদিনে। নীচের গ্যালারিতে ফিরে দেখা বলিউডের প্রথম সুপারস্টারকে।

Advertisement
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ১৭:১৪
Share:

রাজেশ খন্না। হাই নেক ‘গুরু’ পঞ্জাবি, ঘাড় হেলিয়ে মুচকি হাসি, সংলাপ বলার নাটকীয় ভঙ্গি, একের পর এক কালজয়ী গান এবং নিজস্ব রোম্যান্টিক ম্যানারিজিমে মুগ্ধ করেছিলেন ষাটের দশকের শেষ এবং সত্তরের দশকের প্রথম ভাগ। বলিউডের অভিধানে তিনিই উপহার দিয়েছিলেন নতুন শব্দ ‘সুপারস্টার’। চার দশকের কেরিয়ারে ৭৩টি গোল্ডেন জুবিলি, ২২টি সিলভার জুবিলি হিট। ১৯৬৯-১৯৭২, পরপর ১৫টি সুপারহিট ছবি। সেই রেকর্ড আজও অক্ষত। মঙ্গলবার ২৯ ডিসেম্বর ধ্রুপদী বলিউডের শেষ রোম্যান্টিক নায়ক রাজেশ খন্নার জন্মদিনে। নীচের গ্যালারিতে ফিরে দেখা বলিউডের প্রথম সুপারস্টারকে। ছবি: আনন্দবাজার আর্কাইভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement