Bollywood Gossip

বাঙালি নায়কের সঙ্গে প্রেম, পাতানো ভাইয়ের সঙ্গে পরকীয়া! বিয়ের আগে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন নায়িকা

বলিউডের গুঞ্জন, বাঙালি নায়কের সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই এক বান্ধবীর প্রযোজক স্বামীর সঙ্গে বন্ধুত্ব গাঢ় হতে শুরু করেছিল নায়িকার। সেই বন্ধুত্বই পরে প্রেমে পরিণতি পায়। আড়ালে স্ত্রীর বান্ধবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই প্রযোজক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১০:৩০
Share:
০১ ১৬

প্রেম করতেন বাঙালি অভিনেতার সঙ্গে। শুটিংয়ের ফাঁকে অবসর পেলে বান্ধবীর বাড়িতে গিয়েও সময় কাটাতেন। বান্ধবীর স্বামীকে ভাই পাতিয়েছিলেন তিনি। প্রকাশ্যে তাঁর সঙ্গে সম্পর্ক ছিল স্নেহের, আদরের। কিন্তু আড়ালে তাঁর সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রীদেবী। অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন তিনি।

০২ ১৬

চার বছর বয়স থেকে অভিনয় শুরু শ্রীদেবীর। পাঁচ দশক ধরে বড় পর্দার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন তিনি। বলিউডের ডাকসাইটে অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই নাম ছিল তাঁর। তবে শ্রীদেবীর অভিনয় এবং সৌন্দর্য নিয়ে প্রশংসার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা-সমালোচনাও কম শোনা যেত না।

Advertisement
০৩ ১৬

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, আশির দশকে বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রীদেবী। ‘জাগ উঠা ইনসান’ ছবির সেট থেকে শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক দানা বাঁধতে শুরু করেছিল মিঠুনের। সেই সময় বিবাহিত ছিলেন মিঠুন।

০৪ ১৬

১৯৭৯ সালে অভিনেত্রী হেলেনা লিউককে বিয়ে করেছিলেন মিঠুন। কিন্তু চার মাস একসঙ্গে থাকার পর ছাদ আলাদা হয়ে গিয়েছিল তাঁদের। একই বছর অভিনেত্রী যোগীতা বালির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মিঠুন। এর পরেই শ্রীদেবীর সঙ্গে মিঠুনের পরকীয়ার খবর ছড়িয়ে পড়তে শুরু করে।

০৫ ১৬

বলিপাড়ার একাংশের দাবি, ‘জাগ উঠা ইনসান’ ছবির সেট থেকে শ্রীদেবীর সঙ্গে প্রেম শুরু হয়েছিল মিঠুনের। ১৯৮৫ সালে দুই তারকা নাকি গোপনে বিয়েও সেরে ফেলেছিলেন। তিন বছর সেই সম্পর্ক আড়ালে রেখেছিলেন শ্রীদেবী এবং মিঠুন।

০৬ ১৬

বলিউডের গুঞ্জন, ১৯৮৮ সালে নাকি শ্রীদেবী এবং মিঠুনের সম্পর্ক ভেঙে গিয়েছিল। একাংশের দাবি, যোগীতাকে বিচ্ছেদ না দেওয়ার কারণেই নাকি অভিনেতার জীবন থেকে সরে গিয়েছিলেন শ্রীদেবী। মিঠুনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন বলিউডের প্রযোজক বনি কপূরের সঙ্গে আলাপ হয়েছিল শ্রীদেবীর।

০৭ ১৬

বলিপাড়া সূত্রে খবর, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শুটিংয়ের সময় শ্রীদেবীর সঙ্গে আলাপ হয়েছিল বনির। সেই ছবির নায়িকা ছিলেন শ্রীদেবী। ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন বনি। বনির স্ত্রী মোনা শৌরি কপূরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল শ্রীদেবীর।

০৮ ১৬

মোনা এবং শ্রীদেবীর বন্ধুত্ব এতই গভীর হয়ে যায় যে, ছুটি পেলে মাঝেমধ্যেই নাকি মোনার বাড়ি চলে যেতেন নায়িকা। মোনা এবং বনির বাড়িতে অনেক সময় নাকি রাতও কাটিয়েছিলেন শ্রীদেবী।

০৯ ১৬

কানাঘুষো শোনা যেতে থাকে যে, বান্ধবীর (মোনা) স্বামীকে ভাই পাতিয়েছিলেন শ্রীদেবী। বনিকে রাখিও পরিয়েছিলেন তিনি। কিন্তু পরে পাতানো ভাইয়ের সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নায়িকা।

১০ ১৬

বলিউডের গুঞ্জন, মিঠুনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর বনির সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হতে শুরু করেছিল শ্রীদেবীর। সেই বন্ধুত্বই পরে প্রেমে পরিণতি পায়। আড়ালে স্ত্রীর বান্ধবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বনি। সেই সম্পর্ক থেকে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন শ্রীদেবী।

১১ ১৬

এক সাক্ষাৎকারে বনি বলেছিলেন, ‘‘আমি পাঁচ থেকে ছ’বছর শ্রীদেবীকে বোঝানোর চেষ্টা করেছিলাম। ওকে যখন প্রেম নিবেদন করেছিলাম, তখন আমার উপর রেগে গিয়েছিল। স্বামী এবং দুই সন্তানের পিতা হয়েও আমি কী ভাবে প্রেম নিবেদন করতে পারি সেই প্রশ্ন করেছিল আমায়। ছ’মাস কথাও বলেনি আমার সঙ্গে।’’

১২ ১৬

তবে বনি নাকি মোনার কাছে কিছু গোপন রাখতে চাননি। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমি সত্যে বিশ্বাস করি। মোনাকে সব কিছুই বলে দিয়েছিলাম। ভালবাসা তো এত নিয়মকানুন মেনে হয় না। বাঁধনছাড়া হয়।’’ শ্রীদেবী এবং বনির পরকীয়া সম্পর্কের কথা জেনে ভেঙে পড়েছিলেন মোনা।

১৩ ১৬

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে গুঞ্জন শোনা যায় যে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন শ্রীদেবী। তা জানার পর বনির সঙ্গে আর সম্পর্ক রাখতে রাজি হননি মোনা। ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মোনা এবং বনির। সেই বছরই শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি।

১৪ ১৬

কানাঘুষো শোনা যেতে থাকে যে, বিয়ের পর নাকি মোনা এবং তাঁর দুই সন্তানের সঙ্গে সম্পর্ক রাখতে বনিকে বারণ করতেন শ্রীদেবী। এক বার তাঁদের সঙ্গে বনি বনভোজনে গিয়েছিলেন জানতে পেরে তাঁর সঙ্গে অশান্তি শুরু হয়ে গিয়েছিল শ্রীদেবীর।

১৫ ১৬

এক সাক্ষাৎকারে মোনা বলেছিলেন, ‘‘আমার যখন ১৯ বছর বয়স, তখন বনির সঙ্গে বিয়ে হয়েছিল। ১৩ বছরের সংসার। বনি আমার চেয়ে ১০ বছরের বড় ছিল। ওর সান্নিধ্যে আমি ‘সাবালিকা’ হয়ে উঠেছিলাম। আমার স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্ক রয়েছে জেনে আঘাত পেয়েছিলাম। আমাদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়ার কোনও জায়গাই ছিল না। শ্রীদেবী অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিল।’’

১৬ ১৬

বনির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ক্যানসারে আক্রান্ত হন মোনা। ২০১২ সালে বিভিন্ন অঙ্গ বিকল হওয়ার ফলে মারা যান তিনি। তার ছ’বছর পর ২০১৮ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীদেবী। বর্তমানে শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কপূর এবং খুশি কপূরের সঙ্গে মুম্বইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন বনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement