2026 Marriage Predictions

একাকী জীবনে প্রেমের হাওয়া লাগবে, ’২৬-এ গাঁটছড়া বাঁধতে পারে পাঁচ রাশি! একা শুরু করলেও বছরটি শেষ হবে জোড়ায়

একটা সময়ের পর প্রায় সব মা-বাবাই চান তাঁদের সন্তানের বিয়ে দিতে। তবে সেই ইচ্ছা সর্বদা পূরণ হয় না। কিন্তু নতুন বছরে পাঁচ রাশির ব্যক্তিদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১১:১০
Share:
০১ ১৪

নভেম্বর প্রায় শেষের পথে। ২০২৬ শুরু হতে আর এক মাস বাকি বললেও বিশেষ ভুল বলা হবে না। নতুন বছরে কী হতে চলেছে সেটা নিয়ে সকলের মনেই একটা আগ্রহ কাজ করে। প্রায় সকল মানুষই জানতে চান নতুন বছরটা তাঁর কেমন কাটবে।

০২ ১৪

অন্যান্য বছরগুলির মতোই ২০২৬-ও ভালমন্দ মিশিয়েই কাটবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কিছু রাশির ব্যক্তিরা এই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় রয়েছে পাঁচ রাশি। সেই রাশির জাতক-জাতিকাদের আগামী বছরে বিয়ের ফুল ফুটলেও ফুটতে পারে।

Advertisement
০৩ ১৪

বিয়ে মানে দু’টি মনের মিলন। একই সঙ্গে দু’টি পরিবারের মধ্যেও বন্ধন সৃষ্টি হয় বিয়ের মাধ্যমে। একটা সময়ের পর প্রায় সব মা-বাবাই চান তাঁদের সন্তানের বিয়ে দিতে। তবে সেই ইচ্ছা সর্বদা পূরণ হয় না। বহু চেষ্টার পরও দেখা যায় বিয়েতে কিছু না কিছু বাধা এসেই যাচ্ছে।

০৪ ১৪

অনেক সময় বহু বছর প্রেম করার পরে, বিয়ের কথা প্রায় পাকা হওয়ার জায়গায় এসে প্রেম ভেস্তে যায়। আবার, দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রেও বাধার পর বাধা আসতেই থাকে। এর নেপথ্যে থাকতে পারে নানা কারণ। তবে সেগুলিকে হারিয়ে পাঁচ রাশির জাতক-জাতিকারা ২০২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।

০৫ ১৪

বৃষ: শুক্রের রাশি বৃষের জাতক-জাতিকারা নতুন বছরটা একা শুরু করলেও, জোড়ায় শেষ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই রাশির ব্যক্তিদের নিজেদের আবেগের উপর খুব ভাল নিয়ন্ত্রণ কাজ করবে। এর ফলে এঁরা ইতি-উতি না ঘুরে, এক জায়গায় থিতু হতে চাইবেন। এই রাশির যে সকল ব্যক্তি বহু দিন ধরে প্রেম করছেন, তাঁরা এ বার সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ জানাতে পারেন।

০৬ ১৪

তবে যে সকল বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রেম নেই, তাঁদের বিয়ে আর কী করে হবে ভেবে দুঃখ পাওয়ার দরকার নেই। তাঁদের জীবনে নতুন প্রেম আসতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র। আপনাদের মনের স্থিরতা বৃদ্ধি পাবে। সেই কারণে মনের মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না।

০৭ ১৪

কর্কট: ২০২৬-এ কর্কট রাশির জাতক-জাতিকাদেরও গাটছড়া বাঁধার সম্ভাবনা দেখা যাচ্ছে। সংবেদনশীল কর্কট রাশির ব্যক্তিরা আগত বছরে নিজের মনের মতো মানুষ খুঁজে পেতে পারেন। এমন কাউকে খুঁজে পাবেন যে আপনার মনের কথা না বলতেই বুঝে যাবেন, আপনার আকাঙ্ক্ষাকে সম্মান করবেন। কর্কট রাশির ব্যক্তিদের ষষ্ঠেন্দ্রিয় তাঁদের সঠিক মনের মানুষের কাছে টেনে নিয়ে যাবে।

০৮ ১৪

কর্কট রাশির ব্যক্তিরা এমন কাউকে খুঁজে পাবেন, যাঁর সঙ্গে অল্প কিছু দিনের আলাপ হলেও বন্ধন হবে অত্যন্ত দৃঢ়। আর যাঁরা বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন, তাঁরাও নিজেদের বিয়ের জন্য প্রস্তুত মনে করবেন। নতুন বছরটা এই রাশির প্রেমময় কাটবে।

০৯ ১৪

কন্যা: ২০২৬-এ কন্যা রাশির ব্যক্তিরা ধৈর্যের পূর্ণ সুফল পাবেন। নতুন বছরে আপনাদের জীবনে ভারসাম্য আসবে। পেশাজীবন ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন। ফলে বিয়ের কথা ভাবতেই পারেন। খুব ভাল যোগ দেখা যাচ্ছে।

১০ ১৪

ভারসাম্যের সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন বছরে নিজেদের মনের মতো মানুষও খুঁজে পাবেন। এই রাশির ব্যক্তিরা একটু খুঁতখুঁতে প্রকৃতির হন। এঁদের সব কিছুই নিখুঁত, নিজের মনের মতো করে চাই। তাই সকলের সঙ্গে এঁদের সম্পর্ক টেকে না। তবে নতুন বছরে আপনাদের জীবনে এমন কেউ আসবেন যাঁর সঙ্গে আপনারা নির্ভয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখতে পাবেন। আর প্রেম যাঁদের টিকে গিয়েছে, তাঁরাও বিয়ে করার কথা ভাবতে পারেন বলে জানাচ্ছে শাস্ত্র।

১১ ১৪

মকর: শনির রাশি মকরের জীবনে ২০২৬-এ বিয়ের ফুল ফুটবে। বহু দিনের প্রেম আসছে বছরে পরিণতি পেতে পারে। বাড়ির লোকজন বিয়ের প্রস্তাব দেবেন এবং আপনি নিজেও বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত মনে করবেন বলে মনে করা হচ্ছে। যাঁরা মা-বাবার খুঁজে দেওয়া পাত্র-পাত্রীকে বিয়ে করতে চান, তাঁদের জন্যও বছরটা শুভ হতে চলেছে। এত দিনে আপনারা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন।

১২ ১৪

যে সকল মকর রাশির ব্যক্তিদের জীবনে প্রেম কিছু দিনের জন্য এসে চলে গিয়েছে, তাঁদের জন্যও ২০২৬ শুভ সময় নিয়ে আসছে। আপনারা নতুন বছরে এমন কাউকে খুঁজে পাবেন যে আপনাদের মনের ভাষা বুঝবেন। তাঁরা কিছু দিন নয়, জীবনসঙ্গী হওয়ার জন্যই আপনাকে বেছে নেবেন। তাঁদের সঙ্গে আপনাদের নানা দিক থেকে মিল খুঁজে পাবেন।

১৩ ১৪

মীন: স্বপ্নের জগতে ভেসে বেড়ানো মীন রাশির জাতক-জাতিকারা তাঁদের স্বপ্নের রাজা-রানিকে খুঁজে পাবেন নতুন বছরে। অল্প দিনের আলাপেই সম্পর্কের গভীরতা এত বৃদ্ধি পাবে যে তা বিয়ে পর্যন্ত গড়াতে পারে। যাঁরা বহু দিন ধরে সম্পর্কে আছেন, ২০২৬ সেই সম্পর্ককে পরবর্তী পদক্ষেপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

১৪ ১৪

মার্চ থেকে অগস্ট মাসটা মীন রাশির খুবই ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সময় আপনাদের জীবনে এমন কেউ আসতে চলেছে, যাঁর জন্য আপনাদের জীবনের পরবর্তী দিনগুলি বদলে যেতে পারে। এত দিনের সঙ্গী একাকিত্বের কবল থেকে আপনারা মুক্তি পাবেন। আর সম্পর্কে যাঁরা আছেন, তাঁদের এই সময়কালেই সঙ্গীর থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপনার নিজের মনেও বিয়ের ইচ্ছা জাগতে পারে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement