Richest Film Producer

কর্ণ, আদিত্যরা নেহাত শিশু! হাজার হাজার কোটির সম্পত্তি রয়েছে ভারতের সবচেয়ে ধনী প্রযোজকের কাছে

মোট সম্পত্তির নিরিখে এক নম্বরে নেই কর্ণ, আদিত্য বা সাজিদের নাম। মোট সম্পত্তিতে বলিপাড়ার কোন প্রযোজক এগিয়ে, জানেন কি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৫:৩৭
Share:
০১ ১৬

বড় পর্দায় ছবি নির্মাণের ক্ষেত্রে প্রযোজকদের দায়িত্ব যেমন প্রচুর, তার পাশাপাশি ছবি হিট হলে তাঁদের উপার্জনের রেখচিত্রও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এ ছাড়াও ছবির স্যাটেলাইট স্বত্ব এবং ডিজিটাল স্বত্ব থেকেও আয় করেন প্রযোজকেরা।

০২ ১৬

কর্ণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমারের মতো বলিপাড়ায় বহু প্রযোজক রয়েছেন, উপার্জনের ক্ষেত্রে যাঁদের স্থান প্রথম সারিতে। কিন্তু মোট সম্পত্তির নিরিখে শীর্ষে নেই কর্ণ, আদিত্য বা সাজিদের নাম। সম্পত্তির নিরিখে বলিপাড়ার কোন প্রযোজক এগিয়ে, জানেন কি?

Advertisement
০৩ ১৬

বলিপাড়া সূত্রে খবর, মোট সম্পত্তির নিরিখে যে বলি প্রযোজক এগিয়ে রয়েছেন তাঁর কাছে ১২ হাজার ৮০০ টাকার সম্পত্তি রয়েছে।

০৪ ১৬

কর্ণ, আদিত্য নয়, বলিউডের প্রযোজকদের মধ্যে সম্পত্তির নিরিখে শীর্ষে রয়েছেন রনি স্ক্রুওয়ালা। সত্তরের দশকে টুথব্রাশ প্রস্তুতকারী সংস্থার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন রনি।

০৫ ১৬

১৯৮১ সালে কেবল টিভি সংক্রান্ত ব্যবসা শুরু করেন। তার পরে বিনোদনজগতে পা রাখেন রনি।

০৬ ১৬

আশির দশকে দূরদর্শনে একটি কুইজ শোয়ের সঞ্চালনার দায়িত্বেও ছিলেন রনি। ১৯৯০ সালে মাত্র ৩৭ হাজার টাকা বিনিয়োগ করে ইউটিভি প্রযোজনা সংস্থা তৈরি করেন তিনি।

০৭ ১৬

‘স্বদেশ’, ‘যোধা আকবর’, ‘বরফি’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো একাধিক হিন্দি ছবির পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বেও ছিল রনির সংস্থা।

০৮ ১৬

২০১২ সালে ১০০ কোটি টাকার বেশি দামে ডিজ়নি সংস্থাকে নিজের সংস্থার লগ্নি বিক্রি করে দেন রনি।

০৯ ১৬

নিজের প্রযোজনা সংস্থার শেয়ার বিক্রির দু’বছর পর ২০১৪ সালে আরএসভিপি মুভিস নামে দ্বিতীয় প্রযোজনা সংস্থা খোলেন রনি। ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’, ‘কেদারনাথ’-এর মতো হিন্দি ছবি প্রযোজনা করেছে রনির সংস্থা।

১০ ১৬

দু’টি প্রযোজনা সংস্থা ছাড়াও ছবি নির্মাণ সংক্রান্ত নানা রকম সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন রনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৮০০ কোটি টাকা।

১১ ১৬

সম্পত্তির নিরিখে রনির পর প্রযোজকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ছবি নির্মাতা যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়া।

১২ ১৬

বলিপাড়া সূত্রে খবর, আদিত্যের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৫০০ কোটি টাকা।

১৩ ১৬

ইরোস প্রযোজনা সংস্থার মালিক অর্জন এবং কিশোর লল্লা দু’জনে যুগ্ম ভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন। অর্জন এবং কিশোরের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৪০০ কোটি টাকা।

১৪ ১৬

সম্পত্তির নিরিখে প্রযোজকদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কর্ণ। বলিপাড়া সূত্রে খবর, কর্ণের মোট সম্পত্তির পরিমাণ ১৭০০ কোটি টাকা।

১৫ ১৬

কর্ণের পর পঞ্চম স্থানের অধিকারী গৌরী খান। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, শাহরুখের স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি টাকা।

১৬ ১৬

গৌরীর থেকে খুব একটা পিছিয়ে নেই আমির খান। বলিপাড়া সূত্রে খবর, সম্পত্তির নিরিখে প্রযোজকদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। আমিরের মোট সম্পত্তির পরিমাণ ১৫০০ কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement