হাড়কাঁপানো শীতের দাপটে জবুথবু কলকাতা-সহ গোটা রাজ্য। ডিসেম্বরে ছিল শীতের খরা। জানুয়ারিতে তা পুষিয়ে দিচ্ছে আবহাওয়া। তাপমাত্রার পারদ রাজ্যের বহু জেলায় নেমে যাচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
শুক্রবার কলকাতায় তীব্র ঠান্ডা পড়েছিল। পারদ ছুঁয়েছিল ১০ ডিগ্রি। তার পর থেকে পর পর দু’দিন ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতার সঙ্গে জেলায় জেলায় পারদপতন অব্যাহত। পুরুলিয়ার ঠান্ডা কখনও কখনও হার মানাচ্ছে দার্জিলিংকেও। সমানে সমানে পাল্লা দিচ্ছে বর্ধমান, বাঁকুড়ার ঠান্ডা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। এ ছাড়া কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
জেলার তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যাবে, রবিবার সবচেয়ে কম তাপমাত্রা দার্জিলিঙে। সেখানে সর্বনিম্ন পারদ নেমেছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বর্ধমানের মতো জেলা।
দার্জিলিঙের কাছে গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ৮.২ ডিগ্রি সেলসিয়াস। সিকিমের রাজধানী শহরে জাঁকিয়ে শীত উপভোগ করছেন পর্যটকেরা।
একাধিক জেলায় রবিবার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বর্ধমান ছাড়া কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার পৌঁছেছে ৯ ডিগ্রিতে।
তাপমাত্রার নিরিখে এই সব জেলার ঘাড়ে নিশ্বাস ফেলছে রাজ্যের আরও ছয় এলাকা। মালদহের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া, জলপাইগুড়িতে ৯.৩ ডিগ্রি, কৃষ্ণনগরে ৯.২ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৮ ডিগ্রি, কলাইকুন্ডায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।
পারদের বিচারে এর পরেই আসবে বালুরঘাট। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কাঁথি এবং কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরের তাপমাত্রা রবিবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। দিঘার তাপমাত্রাও ছিল কলকাতার থেকে কম। সৈকত শহরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াসে।
১০ ডিগ্রির ঘরে আরও কিছু এলাকার তাপমাত্রা নেমেছিল রবিবার। সেই তালিকায় রয়েছে মেদিনীপুর (১০.৫ ডিগ্রি), আসানসোল (১০.৪ ডিগ্রি), পানাগড় (১০.৫ ডিগ্রি) এবং উলুবেড়িয়া (১০.৪ ডিগ্রি)।
বাগডোগরায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ডায়মন্ড হারবারের তাপমাত্রাও ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
হলদিয়া এবং বহরমপুরের তাপমাত্রা রবিবার ছিল কলকাতার কাছাকাছি। এই দুই জায়গাতেই পারদ নেমেছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আগামী কয়েক দিনে রাজ্যের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হতে পারে শৈত্যপ্রবাহ।