বিশ্বের এক ডজন বিপজ্জনক বিমানবন্দর

প্লেনে চড়া হয়তো এখন আপনার কাছে জলভাত। প্রথম প্রথম যদিও বা একটু পেট গুড়গুড়, বুক দুড়দুড় করত, এখন এক্কেবারে বিন্দাস। ভয়-টয় বেমালুম হাওয়া। কিন্তু, যদি প্লেন টেক অফ করার সময় হঠাৎই জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন নীচে পাহাড়ের গভীর খাদ অথবা নীল সমুদ্র অথবা বরফে ঢাকা মালভূমি, তখন কেমন লাগবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১১:৩৫
Share:

জুয়ানচো ইরায়ুসকুন বিমানবন্দর, সাবা আইল্যান্ড:<br>নেদারল্যান্ডের সাবা দ্বীপে এই এয়ারপোর্ট। <br>এক দিকে খাড়া পাহাড় আর অন্য দিকে অথৈ জলের সমুদ্র। এটাই এখানকার ইউএসপি।

প্লেনে চড়া হয়তো এখন আপনার কাছে জলভাত। প্রথম প্রথম যদিও বা একটু পেট গুড়গুড়, বুক দুড়দুড় করত, এখন এক্কেবারে বিন্দাস। ভয়-টয় বেমালুম হাওয়া। কিন্তু, যদি প্লেন টেক অফ করার সময় হঠাৎই জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন নীচে পাহাড়ের গভীর খাদ অথবা নীল সমুদ্র অথবা বরফে ঢাকা মালভূমি, তখন কেমন লাগবে? সেই ‘ডোন্ট কেয়ার’ ভাবটা হাওয়া ছাড়া বেলুনের মতো চুপসে যাবে না তো? গ্যালারিতে রইল এমনই কিছু বিমানবন্দর যা দেখে আক্কেল গুড়ুম হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন:
বিশ্বের নানা বিচিত্র উৎসব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement