Lok Sabha Election 2024

ভোটের প্রচারে এ বার কন্ডোম! একে অপরের দিকে আঙুল তুলছে দুই দল, সরগরম দক্ষিণী রাজ্য

ঘটনার কেন্দ্রে রয়েছে রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস এবং বিরোধী দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৭
Share:
০১ ১২

পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ভারত। সেই সুবাদে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দেশীয় রাজনীতিতে আলোচনা ও তর্ক-বিতর্ক লেগেই থাকে। তবে গর্ভনিরোধকের মাধ্যমে ভোটের প্রচার! এমনটা কি দেশে কখনও দেখা গিয়েছে? লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের এক রাজ্য দেখছে এমনই কাণ্ড!

০২ ১২

অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক দল এই মুহূর্তে গর্ভনিরোধক বা কন্ডোমের মোড়ককে কাজে লাগিয়ে ভোটের প্রচারে নেমেছে, এমনটাই অভিযোগ। ঘটনার কেন্দ্রে রয়েছে রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস এবং বিরোধী দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)।

Advertisement
০৩ ১২

সমাজমাধ্যমে সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

০৪ ১২

অভিযোগ, ভোটের প্রচারের জন্য দুই দল দুই রঙের গর্ভনিরোধকের প্যাকেট ব্যবহার করছে।

০৫ ১২

সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়ো এবং ছবি অনুযায়ী, প্রচারের জন্য নীল রঙের প্যাকেট বেছেছে ওয়াইএসআর কংগ্রেস।

০৬ ১২

সেই প্যাকেটের উপর দলীয় প্রতীক এবং দলের নাম ছেপে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রের দাবি।

০৭ ১২

তবে আরও উল্লেখযোগ্য বিষয় যে, শাসক এবং বিরোধী দুই দলই পরস্পরের বিরুদ্ধে এই প্রচার কৌশল নিয়ে অভিযোগের আঙুল তুলেছে।

০৮ ১২

ওয়াইএসআর কংগ্রেস এই প্রচার কৌশল নিয়ে টিডিপি নেতৃত্বকে আক্রমণ করে বলেছে, “আর কত নীচে নামবেন আপনারা?”

০৯ ১২

এখানেই থামেনি শাসকদল। আরও এক ধাপ সুর চড়িয়ে তারা বলেছে, “কন্ডোম বিলিতেই কি প্রচার শেষ করবেন আপনারা, না কি এ বার জনসাধারণের মধ্যে ভায়াগ্রাও বিলি করা শুরু করবেন?”

১০ ১২

এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয়ে টিডিপিও পাল্টা আক্রমণে নেমেছে।

১১ ১২

ওয়াইএসআর কংগ্রেসের দলীয় প্রতীক এবং নাম লেখা একটি গর্ভনিরোধকের প্যাকেট সমাজমাধ্যমে পাল্টা পোস্ট করে টিডিপির দাবি, তা হলে তারাও কি এ ভাবেই ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে?

১২ ১২

স্বাভাবিক ভাবেই এই কন্ডোম-রাজনীতি তোলপাড় ফেলে দিয়েছে দক্ষিণের এই রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement