Kitchen Hacks

ডিপ ফ্রিজে রাখা মাছ-মাংস বরফমুক্ত হবে ১০ মিনিটেই! কাজে লাগবে কেবল ৩টি উপকরণ

রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া শেখালেন ১০ মিনিটেই কী ভাবে মাছ-মাংসের বরফ গলাবেন। কী কী উপকরণ লাগবে, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১১:৩৬
Share:

চটজলদি মাছ-মাংসের বরফ গলাতে অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করেন। ছবি: সংগৃহীত।

ভোজনরসিক বাঙালির মাছের প্রতি প্রেম চিরন্তন। বাহারি নানা খাবারের ভি়ড়ে মাছের কোনও পদ না থাকলে ভূরিভোজ ঠিক জমে না। বাড়িতেও এক দিন মাছ না হলে হাঁপিয়ে ওঠেন অনেকেই। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মাছের ঝোল ভাত খাওয়ার তৃপ্তিই আলাদা। সে কারণে অনেকেই সপ্তাহান্তে মাছ কিনে রেখে দেন ফ্রিজে, যাতে রোজ রোজ বাজারে যেতে না হয়। ডিপ ফ্রিজে মাছ-মাংস রাখলেই তা জমাট বেঁধে যায়। মাছ বরফমুক্ত করা প্রায় যুদ্ধের শামিল। তাতে সময়ও নষ্ট হয় খানিক। অফিস থেকে ফিরে রান্না করতে গিয়ে যদি দেখেন, মাছ-মাংসের গায়ে জমে থাকা বরফ কিছুতেই গলছে না, তখন আর বিরক্তির শেষ থাকে না। এই মু‌শকিল কিন্তু আসান হতে পারে ১০ মিনিটেই।

Advertisement

রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া শেখালেন ১০ মিনিটেই কী ভাবে মাছ-মাংসের বরফ গলাবেন। কী কী উপকরণ লাগবে, রইল হদিস।

একটি বড় পাত্রে প্রায় ২ লিটার জল ভরে নিন। এ বার সেই জলে ১ টেবিল চামচ নুন আর ৫ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এ বার সেই জলে জ়িপলক পাউচে ভরা মাছ বা মাংস ডুবিয়ে রাখুন। তার উপরে ভারী কিছু চাপা দিয়ে দিন। এ বার মিনিট দশেক অপেক্ষা করলেই মাছ-মাংসের বরফ চটজলদি গলে যাবে।

Advertisement

চটজলদি মাছ-মাংসের বরফ গলাতে অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করেন। তবে এই উপায়ে বরফ গলাতে গেলে অনেক সময়ই দেখা যায়, মাছ-মাংস ছিবড়ে হয়ে গিয়েছে। তাই রান্নার স্বাদ ভাল রাখতে হলে মাইক্রোওয়েভ ব্যবহার না করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement