Yakhni Paneer Recipe

একঘেয়ে মটর পনির নয়, বানিয়ে ফেলুন ইয়াখনি পনির, দেখলেই জিভে জল আসবে

একঘেয়ে রান্না নয়, পনির দিয়ে বানিয়ে ফেলুন নতুন রেসিপি। রুটি, পরোটা বা নানের সঙ্গে খেয়ে দেখুন ইয়াখনি পনির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৮
Share:

পোলাও, পরোটা, নান— সবের সঙ্গেই সাদা রঙের ইয়াখনি পনির খেতে ভাল লাগবে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোজের রান্না মানে সেই তো ফুলকপি, বাঁধাকপি, পনির, সোয়াবিন, নয়তো তড়কা। মাছ, মাংস, ডিম থাকলেও সবই বড় একঘেয়ে। তাই স্বাদবদলে মূল উপকরণ নয়, বদলে ফেলুন রন্ধনপ্রণালী। পনিরের কোর্মা, ভাপা, মালাইকারি বানিয়ে থাকলে এবার রেঁধে ফেলুন ইয়াখনি পনির। চটজলদি রান্না, ঝক্কিও তেমন নেই। তবে ঠিকঠাক রাঁধতে পারলে চেটেপুটে খাবেন সবাই।

Advertisement

উপকরণ

২৫০ গ্রাম পনির

Advertisement

১ চা-চামচ গোটা ধনে

১ চা-চামচ জিরে

৩-৪টি শুকনো কাশ্মীরি লঙ্কা

৪-৫টি গোলমরিচ

১টি বড় এলাচ

২-৩টি ছোট এলাচ

এক টুকরো দারচিনি

২ টেবিল চামচ পোস্ত

১২-১৫টি কাজুবাদাম

২ টেবিল চামচ টক দই

স্বাদ মতো নুন, চিনি

আধখানা ক্যাপসিকাম

২ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ কসৌরি মেথি

প্রণালী: পনির চৌকো করে কাটতে পারেন আবার দেখতে ভাল লাগবে বলে তিনকোনা করেও কেটে নিতে পারেন। পনির সাদা তেল বা ঘিয়ে হালকা করে নুন দিয়ে ভেজে তুলে রাখুন।

কড়াইয়ে শুকনো লঙ্কা এবং গোটা গরমমশলা দিয়ে নাড়াচাড়া করে নিন। মশলা একটু ঠান্ডা হলে গুঁড়িয়ে নিন। এ বার কড়াইয়ে কাজুবাদাম এবং পোস্ত হালকা নাড়াচাড়া করে নিন। মিক্সারে টক দই দিয়ে একসঙ্গে ঘুরিয়ে নিন।কড়াইয়ে সাদা তেল দিয়ে চৌকো করে কাটা ক্যাপসিকাম হালকা ভেজে নিন।

কড়াইয়ে ঘি দিন। ঘিয়ে রান্নাটির স্বাদ সবচেয়ে ভাল হবে। বেটে রাখা মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। যোগ করুন স্বাদ মতো নুন, চিনি। মিশ্রণ থেকে তেল ছেড়ে এলে পনিরের টুকরো দিয়ে দিন। মশলা যোগ করে আঁচ কমিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে নিন। যোগ করুন ক্যাপসিকাম। চাইলে কসৌরি মেথিও দিতে পারেন একেবারে শেষে।

পোলাও, পরোটা, নান— সবের সঙ্গেই সাদা রঙের ইয়াখনি পনির খেতে ভাল লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement