Fish Recipe

বিশেষ দিনের ভোজে বানিয়ে ফেলুন চিংড়ি-ভেটকির মিলমিশ! ভিন্ন ধাঁচের ফিশ ফ্রাই চেখে দেখুন

রেস্তরাঁয় গিয়ে কলকাতার নিজস্ব রেসিপির ভেটকি ফিশ ফ্রাই তো অনেক খেয়েছেন। তবে ফ্রাইয়ের ভিতর ভেটকির সঙ্গে চিংড়ির মেলবন্ধন খেয়েছেন কখনও? বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির মিলমিশ। রইল রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫
Share:

বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ভেটকি-চিংড়ির মিলমিশ। ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ি হোক কিংবা বৌভাত, অন্নপ্রাশন হোক কিংবা অফিস পার্টি— ফিশ ফ্রাই ছাড়া বাঙালির মেনু যেন অসম্পূর্ণ। রেস্তরাঁয় গিয়ে কলকাতার নিজস্ব রেসিপির ভেটকি ফিশ ফ্রাই তো অনেক খেয়েছেন। তবে ফ্রাইয়ের ভিতর ভেটকির সঙ্গে চিংড়ির মেলবন্ধন খেয়েছেন কখনও? বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি-চিংড়ির মিলমিশ। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

ভেটকি মাছ: ৭৫০ গ্রাম

Advertisement

সাদা তেল: ১৫০ গ্রাম

পেঁয়াজ: ২০০ গ্রাম

গোলমরিচ গুঁড়ো: ১ চামচ

আলু: ১০০ গ্রাম

কুচোচিংড়ি: ২৫০ গ্রাম

ধনেপাতাকুচি: ৫০ গ্রাম

কাঁচালঙ্কাকুচি: ৭-৮ টি

ডিম: ৩ টি

তেঁতুল: ৪০ গ্রাম

লেবুর রস: ৪ চামচ

বিস্কুটের গুঁড়ো: ২০০ গ্রাম

নুন: স্বাদমতো

প্রণালী:

পাতলা ও চওড়া করে ফিলে করা ভেটকি মাছ ভাল করে ধুয়ে লেবুর রস, নুন ও গোলমরিচ মাখিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ছোট চিংড়ি ও আলু কুচিয়ে সেদ্ধ করে রাখুন। পেঁয়াজ ভেজে রাখুন। এ বার ধনেপাতা, তেঁতুল ও আন্দাজমতো নুন দিয়ে একটা চাটনি তৈরি করে নিন। তার পর চিংড়ি সেদ্ধ, কাঁচালঙ্কাকুচি ও ধনেপাতাকুচি, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ ও পেঁয়াজ ভাজা একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করুন। মাছের ফিলেগুলি চাটনিতে মাখিয়ে মাঝখানে পুর ভরে রোল বানিয়ে নিতে হবে। একটি পাত্রে ডিম ফেটিয়ে তাতে মাছের রোলগুলি ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভাজতে হবে। তা হলেই তৈরি ভেটকি-চিংড়ির মিলমিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement