Science News

‘অগ্নি ৫’-এর সফল উত্‌ক্ষেপণ করল ভারত

পরমাণু বহনক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর উত্‌ক্ষেপণ করল ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার এই ক্ষেপণাস্ত্রের উত্‌ক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ১১:৪৫
Share:

অগ্নি ৫-এর উত্ক্ষেপণ।

পরমাণু বহনক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর উত্‌ক্ষেপণ করল ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার এই ক্ষেপণাস্ত্রের উত্‌ক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ‘অগ্নি’ পরিবারের মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে অত্যাধুনিক এবং এর মারণ ক্ষমতা অনেক বেশি।

Advertisement

ডিরআরডিও সূত্রে খবর, এত দিন পর্যন্ত ভারতের অস্ত্র ভাণ্ডারে এই পরিবারের যে সব ক্ষেপণাস্ত্র ছিল, তা সবই মাঝারি দূরপাল্লার। অগ্নি-৫ এর লক্ষ্যমাত্রা কিন্তু ৫৫০০-৫৮০০ কিলোমিটার। শুধু তাই নয়, ১৭ দৈর্ঘ্যবিশিষ্ট এবং ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। এর আয়ত্তের মধ্যে রয়েছে পাকিস্তান, চিন এবং ইউরোপ। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর)-এর সদস্য হওয়ার পর ভারত এই প্রথম দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল।

আরও খবর: চিনের উদ্বেগ আরও বাড়িয়ে অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

Advertisement

২০১২, ২০১৩ এবং ২০১৫-এও এই ক্ষেপণাস্ত্রের তিন বার পরীক্ষামূলক উত্‌ক্ষেপণ করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন