Social Media

ঘণ্টাখানেকের জন্য থমকে গেল ইনস্টাগ্রাম, দুনিয়া জুড়ে কী হল জানেন?

জীবনের প্রতি মুহূর্তের আপডেট ফলোয়ারদের সঙ্গে শেয়ার না করতে পারায়, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হল টুইটারে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ১৮:৪৫
Share:

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

বড়জোর ঘণ্টা দেড়েক। তার মধ্যেই ঢিঢি পড়ে গেল চারদিকে। কিছু মানুষের জন্য যেন থমকে গেল পৃথিবীটা। বুধবার সকাল এই ঘণ্টা দেড়েকের জন্যই বিভ্রাট দেখা দেয় ইনস্টাগ্রামে। ছবি, ভিডিয়ো আপলোড হওয়া তো দূর, কিছুতেই রিফ্রেশ হচ্ছিল না ইনস্টাগ্রাম অ্যাপ। ডেস্কটপের ক্ষেত্রে ইনস্টাগ্রামের ওয়েবসাইটের অবস্থাও ছিল তথৈবচ। উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর কোথাওই কাজ করছিল না জনপ্রিয়এই সোশ্যাল নেটওয়ার্কটি। ফলে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যাঁদের জীবনে ওতপ্রোত জড়িয়ে ইনস্টা, তাঁরা পড়ে যান ফ্যাঁসাদে। জীবনের প্রতি মুহূর্তের আপডেট ফলোয়ারদের সঙ্গে শেয়ার না করতে পারায়, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হল টুইটারে। নিমেষে #instagramdown-এর বন্যা বয়ে গেল অতীতের জনপ্রিয় নীল পাখির বাসায়।

Advertisement

ফেসবুক কর্ণধার জাকারবার্গের সঙ্গে মতানৈক্যের জেরে সম্প্রতি ইনস্টাগ্রাম ছেড়েছেন সংস্থার দুই প্রতিষ্ঠাতা। এর মধ্যে গত সপ্তাহেই ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর এসেছিল। তার ঠিক পর পর বুধবারের এই ঘটনা। ইনস্টা বিভ্রাট নিয়ে ফেসবুকবা ইনস্টাগ্রামের তরফে কোনও বিবৃতি না আসায় ধোঁয়াশা তৈরি হয়। তাহলে কি ইনস্টাগ্রামও হ্যাক হল! একটা আশঙ্কার চোরাস্রোত বইতে শুরু করেছিল এদিনও। কিন্তু ঘণ্টা দেড়েক পর ইস্টাগ্রাম স্বমহিমায় ফিরতেই সব জল্পনার অবসান। আর ইনস্টা-জনতাও ফিরলেন রোজকার অভ্যাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন