Smartphone

মধ্যবিত্তের আয়ত্তে নোকিয়া, স্যামসাং ও শাওমির এই ফোনগুলো, দাম...

চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের দু’টি ফোন, এম ১০ এবং এম ২০। মধ্যবিত্তের বাজেটের মধ্যেই ওই মোবাইল দু’টির দাম থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এম ২০ সঙ্গে তুলনায় চলে আসছে শাওমি এবং নোকিয়ার দুটি মডেলের। দেখে নেওয়া যাক, শাওমির নোট ৬ প্রো এবং নোকিয়ার ৬.১ প্লাস এম২০-এর মধ্যে তুলনায় কে, কোথায় এগিয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২২
Share:
০১ ১০

চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের দু’টি ফোন, এম ১০ এবং এম ২০। মধ্যবিত্তের বাজেটের মধ্যেই ওই মোবাইল দু’টির দাম থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এম ২০ সঙ্গে তুলনায় চলে আসছে শাওমি এবং নোকিয়ার দুটি মডেলের। দেখে নেওয়া যাক, শাওমির নোট ৬ প্রো এবং নোকিয়ার ৬.১ প্লাস এম২০-এর মধ্যে তুলনায় কে, কোথায় এগিয়ে।

০২ ১০

রেডমি নোট প্রো ৬: ৬৪ জিবি স্টোরেজ মডেলের দুই ধরনের ফোনে রয়েছে ৪ জিবি-৬ জিবি র‌্যাম। ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।

Advertisement
০৩ ১০

রেডমি নোট প্রো ৬: ফেস আনলক সিস্টেমও রয়েছে এতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬-প্রসেসর রয়েছে এই হ্যান্ডসেটে। হ্যান্ডসেটের ওজন মোটামুটি ১৮২ গ্রামের কাছাকাছি।

০৪ ১০

রেডমি নোট প্রো ৬: ডুয়াল রিয়ার ক্যামেরাতে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সরও রয়েছে । দাম ১৩, ৯৯৯-এ মতো।

০৫ ১০

নোকিয়া ৬.১ প্লাস: স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম, ডুয়াল ক্যামেরা, ৫.৮ ইঞ্চির ডিসপ্লে, ৩০৬০এম এএইচ ব্যাটারি।

০৬ ১০

নোকিয়া ৬.১ প্লাস: ৬৪ জিবির স্টোরেজ বাড়ানো যাবে ৪০০জিবি পর্যন্ত । অ্যান্ড্রয়েড ওয়ান-এর অন্তর্গত হওয়ায় গুগলের তরফ থেকে আপডেট এবং আরও ভাল সাপোর্ট পাওয়া যাবে।

০৭ ১০

নোকিয়া ৬.১ প্লাস: ৪জি, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি র মতো সমস্ত বৈশিষ্ট্য বর্তমান । এই ফোনের দাম ১৫-১৫,৫০০ মতো।

০৮ ১০

গ্যালাক্সি এম ২০: ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি সহ পাওয়া যাবে। ১০,৯৯০ টাকা এবং ১২,৯৯০ টাকায় পাওয়া যাবে এই দু’টি এম২০-র মডেল।

০৯ ১০

গ্যালাক্সি এম ২০: এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড-৯ পাই অপারেটিং সফটওয়্যার। এম২০ ফোনটির বিশেষ আকর্ষণ হল উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি। পাঁচ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকবে এতে।

১০ ১০

গ্যালাক্সি এম ২০: ফোনটি ডুয়াল সিমের হবে বলে জানানো হয়েছে স্যামসাংয়ের তরফে। ৪জি ভোল্টি সাপোর্টেড ডুয়েল সিম ফোনের সঙ্গেই সিকিউরিটির জন্য এতে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement