‘নারীমুর্তি’ থেকে ‘দানব’, মঙ্গলের যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল

মঙ্গল গ্রহ নিয়ে আমাদের আগ্রহ সেই কোন প্রাচীন কাল থেকে। লাল গ্রহে যে প্রাণ আছেই, সে বিষয়ে নিশ্চিত ছিলেন প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা। আধুনিক বিজ্ঞান মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে এখনও সিদ্ধান্ত জানাতে না পারলেও সভ্যতা যে কোনও দিনই লাল গ্রহে ছিল না, সে বিষয়ে এক মত প্রায় সবাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:৫৭
Share:

মঙ্গল গ্রহ নিয়ে আমাদের আগ্রহ সেই কোন প্রাচীন কাল থেকে। লাল গ্রহে যে প্রাণ আছেই, সে বিষয়ে নিশ্চিত ছিলেন প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা। আধুনিক বিজ্ঞান মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে এখনও সিদ্ধান্ত জানাতে না পারলেও সভ্যতা যে কোনও দিনই লাল গ্রহে ছিল না, সে বিষয়ে এক মত প্রায় সবাই। নাসা থেকে ইসরো— সবাই একমত হলেও কন্সপিরেসি থিওরিস্টদের মত কিন্তু একেবারেই আলাদা। অপারচুনিটি, মিস কিউরিওসিটি থেকে ইসরোর মঙ্গলযান, বিভিন্ন সময়ে এদের পাঠানো মঙ্গলের ছবিতে ‘সভ্যতা’র নিদর্শন খুঁজে পেয়েছেন তাঁরা। কখনও দেখা গিয়েছে ‘বুদ্ধমুর্তি’, কখনও ‘ডাইনোসরের হাড়’ তো কখনও একেবারে ‘মঙ্গলের বাসিন্দা’কেই দেখতে পেয়েছেন তাঁরা। নাসা অবশ্য এর সবগুলিকেই অপটিক্যাল ইলিউশন বলেছে। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ছবি যা নাড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়াকে।

Advertisement

আরও পড়ুন: মঙ্গলে এ বার মিলল দৈত্যাকার ‘চামচ’

আরও পড়ুন: আনন্দ থেকে বিষাদ, ভাল থেকে মন্দ, কোথায় কী হল

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement