WhatsApp

আসছে নতুন ফিচার, যে কেউ আর জুড়তে পারবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ‘গ্রুপ ইনভাইটেশন’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদেরকে যোগ করা যাবে না কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১১
Share:

মনে করা হচ্ছে এই নতুন ফিচারে লাভবান হবেন ব্যবহারকারীরা। ছবি: শাটারস্টক

এ বার যে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে দেওয়া এড়াতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ‘গ্রুপ ইনভাইটেশন’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদেরকে যোগ করা যাবে না কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে।

Advertisement

আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনেই পাওয়া যাবে এই নতুন ফিচারটি। তবে তার জন্য আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কিছু ঘোষণা না করা হলেও, চলতি মাসের শুরুতেই আইওএস সফটওয়্যারের বিটা ভার্সনেও আনা হয়েছিল এই আপডেটটি।

হোয়াটসঅ্যাপ সেটিংসের প্রাইভেসি অপশনে গিয়ে চালু করা যাবে এই নতুন সুবিধাটি। প্রাইভেসি অপশনে গিয়ে ‘গ্রুপস’ বলে নতুন একটি ট্যাব পাওয়া যাবে। তার মধ্যে থেকে কে আপনাকে গ্রুপে যোগ করার অনুরোধ পাঠাতে পারবে, তার তিনটি অপশন থাকবে। সেখান থেকেই বেছে নিতে হবে কে আপনাকে অনুরোধ পাঠাতে পারবে— সকলে, শুধু মাত্র আপনার কনট্যাক্টসে থাকা লোকেরা নাকি আপনি কারুর থেকেই গ্রুপ ইনভাইটেশন চান না।

Advertisement

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রেডমির নতুন ফোন আগামী মাসেই, দাম...

যদি কেউ কারও থেকে হোয়াটসঅ্যাপে যোগ না হওয়ার অপশন পছন্দ করেন, তা হলেও তাঁর কাছে ৭২ ঘণ্টার জন্য ওই অনুরোধটি থেকে যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের ফলে অনিচ্ছা সত্ত্বেও লাগাতার অবাঞ্ছিত গ্রুপে যোগ হওয়ার মতো সমস্যা এড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: পৃথিবীর নীল সমুদ্র এ বার হয়ে উঠবে সবুজ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন