Tech

৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে রেডমির নতুন ফোন আগামী মাসেই, দাম...

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩২
Share:

উৎসাহ চরমে গ্যাজেটপ্রেমীদের। ছবি: টুইটার

শাওমির নতুন ফোন রেডমি নোট সেভেন প্রো নিয়ে চর্চা জারি বাজারে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী মার্চেই বাজারে আসতে চলেছে রেডমির নতুন চমক। তাই জল্পনা এখন তুঙ্গে এর দাম কেমন হতে চলেছে তাই নিয়ে।

Advertisement

যদিও রেডমি নোট সেভেন প্রো-এর আগেই ভারতে লঞ্চ করবে রেডমি নোট সেভেন। শাওমির পক্ষে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট সেভেন। এই ফোনের বিশেষত্ব হতে চলেছে এর ক্যামেরা। জানা যাচ্ছে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসতে চলেছে এই ফোন। তবে আগামী মাসের কবে রেডমির নোট সেভেন প্রো বাজারে আসবে তা এখনও অবধি নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। নির্দিষ্ট করা হয়নি দামও। এখনও অবধি সংস্থার তরফে যা ইঙ্গিত, তাতে এই ফোনের দাম শুরু হতে পারে ১৫ হাজার টাকা থেকে।

নোট সেভেন প্রো-তে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। আপাতত ৩টি ভার্সনে পাওয়া যাবে নোট সেভেন প্রো। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে এই ফোনটি। তবে সোনি আইএমএক্স ৫৮৬ সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাই এই মোবাইলটির মুখ্য আকর্ষণ হতে চলেছে। ওয়াটারড্রপ নচ যুক্ত মধ্যম বাজেটের এই ফোনটির জন্য তাই এখন অপেক্ষা গ্যাজেটপ্রেমীদের।

Advertisement

আরও পড়ুন: কেমন হবে শাওমির নতুন ফোল্ডেবল ফোন? দেখে নিন ভিডিয়োতে

আরও পড়ুন: মানুষ তো লক্ষ লক্ষ বছর ধরেই উদ্বাস্তু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন