অন্ডালে হাতির হামলায় হাত ভাঙল প্রৌঢ়ের

হাতির আক্রমণে হাত ভাঙল এক গ্রামবাসীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, অন্ডালের শ্রীরামপুর ডাঙালপাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি দাঁতাল এলাকায় ঢোকে। ওই সময় ডাঙালপাড়ার একটি জলাশয়ে মুখ ধুতে নামছিলেন প্রবীণ বাসিন্দা শশাঙ্ক দাস। জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকা হাতিটি তাঁকে শুড়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০২:০২
Share:

হাতির আক্রমণে হাত ভাঙল এক গ্রামবাসীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, অন্ডালের শ্রীরামপুর ডাঙালপাড়ায়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি দাঁতাল এলাকায় ঢোকে। ওই সময় ডাঙালপাড়ার একটি জলাশয়ে মুখ ধুতে নামছিলেন প্রবীণ বাসিন্দা শশাঙ্ক দাস। জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকা হাতিটি তাঁকে শুড়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। শশাঙ্কবাবুর চিৎকারে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, শশাঙ্কবাবুর একটি হাত ভেঙেছে। অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা স্থানীয় বাসিন্দা কাঞ্চন মিত্র জানান, হাতির খবর ছড়িয়ে পড়তেই তিনি পুলিশ ও বন দফতরে খবর দেন। অন্ডাল থানার পুলিশ ও বন দফতরের রেঞ্জার বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা হাতি তাড়ানোর কাজ তদারকি করছেন। কাঞ্চনবাবু বলেন, বন দফতর ওই আক্রান্তের চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়েছে।

বন দফতর সুত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলা থেকে দামোদর পেরিয়ে যে ৪২টি হাতি রানিগঞ্জের নুপুরগ্রাম ও সংলগ্ন এলাকায় ঢুকে ছিল, তারই একটি দলছুট হয়ে নিঁখোজ হয়ে যায়। সেই হাতিটি সোমবার জামুরিয়ার নিউকেন্দা শালডাঙায় এসে পৌঁছায়। সেখান থেকে ঘুরতে ঘুরতে হাতিটি শ্রীরামপুরে এসে পড়েছে বলেই তাঁদের অনুমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement