উল্লুকদের জন্য সেতু যোরহাটে

জঙ্গলের বুক চিরে রেললাইন বসানোর জেরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হুলক গিবন বা উল্লুক পরিবারগুলিকে ফের মেলাতে ব্যতিক্রমী উদ্যোগ নিল যোরহাট বন দফতর ও উত্তর-পূর্ব সীমান্ত রেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০৩:২২
Share:

জঙ্গলের বুক চিরে রেললাইন বসানোর জেরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হুলক গিবন বা উল্লুক পরিবারগুলিকে ফের মেলাতে ব্যতিক্রমী উদ্যোগ নিল যোরহাট বন দফতর ও উত্তর-পূর্ব সীমান্ত রেল।

Advertisement

যোরহাটের হলংপার গিবন অভয়ারণ্যে রেললাইনের সাড়ে ১০ মিটার উপরে তৈরি করা হল সবুজ রঙের লোহার সেতু। সেতু থেকে আশপাশের গাছে বেঁধে দেওয়া হল লোহার দড়ি। বন দফতরের বক্তব্য, ওই সেতু ও দড়ির উপর দিয়ে এ বার রেললাইন পারাপার করতে পারবে উল্লুক পরিবারগুলি।

বন দফতর জানায়, প্রথমে পরিকল্পনা ছিল ৮০০ মিটার দুরত্বে এমন দু’টি সেতু তৈরি করার। রেলের তরফে তাতে আপত্তি জানানো হয়। যোরহাটের ডিএফও স্বপন শইকিয়া জানান, উল্লুকরা খুব লাজুক, ভীতু প্রকৃতির প্রাণী। সাধারণত তারা গাছের উপর দিয়েই চলাফেরা করে। মাটিতে কিছুতেই নামতে চায় না। তাই, অরণ্যের বুক চিরে শতাব্দীপ্রাচীন এই রেলপথের জন্য দু’ভাগ হয়ে যায় উল্লুকদের বসতি।

Advertisement

৬ বছর আগে হওয়া সুমারি অনুযায়ী, ২০.৯৮ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত ওই জঙ্গলে বিপন্ন প্রজাতির উল্লুকদের ৩০টি পরিবার রয়েছে। সংখ্যার হিসেবে ১১০টি। যাদের অধিকাংশেরই বাস উত্তর দিকে। তাদের মধ্যে যৌন সম্পর্কও সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। যা প্রজাতির বংশবিস্তারের পক্ষে খারাপ।

বন দফতর সূত্রে খবর, লোহার সেতুর আশপাশে পরগাছা জাতীয় উদ্ভিদ লাগানো হয়েছে। যাতে দ্রুত লোহার সেতু সবুজে ঢাকা পড়ে যায়। ইতিমধ্যে ওই এলাকার আশপাশে ফল, বড় আকারের গাছের চারা লাগিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement