প্রাণ বাঁচাল পোষ্য
সংবাদ সংস্থা • ওয়েস্ট ওয়েলস
বেশ আয়েশ করে বসে স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি খাচ্ছিলেন রাচেল। বোধ হয় ভাল লাগছিল বলে একটু বেশি মিষ্টি মুখে পুড়ে নিয়েছিলেন। গিলতে গিয়ে বিপত্তি। গলায় আটকে গেল সেই মিষ্টি। বিষম খেয়ে তখন যা তা অবস্থা রাচেলের। দমবন্ধ হয়ে আসছে। ছটফট করছেন। ফোন করে যে কাউকে ডাকবেন সেই ক্ষমতাটুকুও নেই। হঠাৎ পিঠে পড়ল বিরাশি সিক্কার চাপড়। মুখ দিয়ে ছিটকে বেরিয়ে গেল গলায় আটকে থাকা স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি। শ্বাস নিয়ে বাঁচলেন রাচেল। সে দিনের অভিজ্ঞতার এই গল্প বলতে গিয়ে কারমার্থেনশায়ারের বাসিন্দা রাচেল হায়েজ বার বার কৃতজ্ঞতা জানাচ্ছিলেন মলিপপকে। সেই দিন সে না থাকলে হয়তো দম আটকে মরেই যেতেন তিনি। কারণ, রাচেলের পিঠে বিরাশি সিক্কার ওই চাপড়টি মেরেছিল মলিপপই। গত কয়েক বছর ধরে অবিবাহিতা রাচেল থাকতেন এই মলিপপের সঙ্গেই। স্প্রিঙ্গার স্প্যানিয়েল প্রজাতির এই কুকুরটিই ছিল তাঁর নিঃসঙ্গ জীবনের বিশ্বস্ত সঙ্গী। মালকিনকে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে দেখে আর বসে থাকতে পারেনি সে। তবে হাত দিয়ে পিঠে চাপড় মারলে তাঁর প্রাণ বাঁচবে সে কথা মলিপপ কী ভাবে জানল তা অবশ্য বুঝতে পারছেন না কেউই। সে সব নিয়ে অবশ্য বিশেষ মাথাব্যথাও নেই রাচেলের। আদরের মলিপপকে জড়িয়ে খালি একটাই কথা বলছেন, “ও না থাকলে আর বাঁচতাম না।”
হাতির হানা
হাতির হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে ঘটনাটি ঘটে মালবাজার ব্লকের তারঘেরা রেঞ্জের মেচবস্তিতে। মৃতের নাম বীরু ওঁরাও (২৫)। রাত ৮টা নাগাদ লকাঠামবাড়ির জঙ্গল থেকে হাতির একটি দল ঢুকে পড়ে। দলটি এলাকার একটি কলা বাগানে ঢুকলে বাসিন্দারা হাতি তাড়াতে যান। সেই দলেই বীরুও ছিলেন। একটি দাঁতাল শুঁড়ে পেচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই বীরুর মৃত্যু হয়। পরিবারকে প্রাথমিক ভাবে ২০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।