হলংয়ে নতুন বাংলো নয়, জানিয়ে দিল পরিবেশ মন্ত্রক
নিজস্ব সংবাদদাতা • হলং
ইট-কাঠের জঙ্গলেই হারাচ্ছে বনানী। পর্যটন প্রসারের নামে রাজ্যের বেশ কিছু সংরক্ষিত বনাঞ্চলে নতুন করে গজিয়ে উঠছে পাকাপোক্ত আস্তানা। এমনই খবর কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের কাছে। আর তার জেরেই জলদাপাড়া অভয়ারণ্যে নতুন কোনও স্থায়ী পরিকাঠামো তৈরিতে তাদের যে ঘোরতর আপত্তি রয়েছে তা স্পষ্ট করে দিল তারা। সম্প্রতি রাজ্যের বন দফতরকে চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে পরিবেশ মন্ত্রক। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনও। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার জলদাপাড়ায় কোনও স্থায়ী পরিকাঠামো তৈরির ব্যাপারে আপত্তি জানিয়েছে। আপাতত তাই সে কাজ করা হচ্ছে না।” জলদাপাড়া অভয়ারাণ্যে হলং বনবাংলো বহুদিনের পুরনো। সেই বাংলোয় এয়ারকন্ডিশন মেশিন বসানো নিয়ে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছিল স্থানীয় কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠন। এ বার সে ব্যাপারেই ফতোয়া জারি করল পরিবেশ মন্ত্রক। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে হলংয়ে পর্যটকদের চাপ বেড়ে গিয়েছে। জঙ্গলে তাই পরিকাঠামো সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিল বন দফতর। বন দফতরের বন্যপ্রাণ (৩) বিভাগের কোচবিহার ডিএফও রাজেন্দ্র জাখর বলেন, “পর্যটনের জন্য নতুন করে স্থায়ী পরিকাঠামো তৈরির ব্যাপারে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ দফতর। আমরা নিজেদের প্রয়োজনে স্থায়ী পরিকাঠামো তৈরি করতে পারি।” তবে হলং বনবাংলো যেমন আছে তেমনই থাকবে বলে জানিয়েছে বন দফতর।
সাহসের পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভালুকের সঙ্গে লড়াই করার সাহসিকতার জন্য সোমবার কলকাতা সশস্ত্র পুলিশের এক এএসআইকে পুরস্কৃত করল লালবাজার। তাঁর নাম রাসবিহারী দাস অধিকারী। পুলিশ সূত্রের খবর, ভোটের কাজে গ্যাংটকে গিয়েছিলেন রাসবিহারীবাবু। ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে তাসি নামগিয়াল অ্যাকাডেমি স্কুলের সামনে আচমকা একটি পাহাড়ি ভালুক তাঁকে আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় নিজের পিস্তলটি পর্যন্ত বার করার সময় পাননি ওই পুলিশকর্মী। খালি হাতেই ভালুকের সঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত স্থানীয় লোকজন ছুটে আসলে ভালুকটি পালায়। কলকাতায় এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাসবিহারীবাবু। তাঁর সারা দেহে ৯৩টি সেলাই পড়ে। বর্তমানে অবশ্য সুস্থ রয়েছেন তিনি।
গন্ডারের দেহ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
জলদাপাড়ায় ফের উদ্ধার হল একটি গন্ডারের মৃতদেহ। গত শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব জলদাপাড়া রেঞ্জের শিশামারা বিটের জঙ্গলে। বন্যপ্রাণী ৩ বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর জানান, মৃত মেয়ে গন্ডারটির বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার সন্ধ্যায় জঙ্গলে টহল দেওয়ার সময় মৃতদেহটি দেখতে পান বনকর্মীরা। খড়্গ অক্ষত রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে গন্ডারটি জলাতঙ্ক রোগে মারা গিয়ে থাকতে পারে। শরীরের নুমনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য জলপাইগুড়ি শহরে পাঠানো হচ্ছে।
পর্যটনে নিষেধ
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় বন দফতরের সঙ্গে যৌথ ভাবে বাঘ সুমারি শুরু করছে ‘ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’। সুন্দরবনের বিস্তীর্ণ বনাঞ্চলে পর্যটনের উপরে তাই আজ, সোমবার (৫ মে) থেকে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। আপাতত ৩০ মে পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকবে। এর ফলে সজনেখালি-সহ বেশ কয়েকটি এলাকায় পর্যটকদের চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সমস্যায় পড়েছে পর্যটন সংস্থাগুলি।
ময়ূরের মৃত্যু, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
রসিকবিল থেকে লোকালয়ে আসা ময়ূরের মৃত্যু নিয়ে ক্ষোভ ছড়িয়েছে কুমারগ্রাম কামাখ্যাগুড়িতে। শুক্রবার থেকে সুপার মার্কেট এলাকায় একটি ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। বন দফতরে খবর দিলেও তাঁরা তা উদ্ধার করতে উদ্যোগী হয়নি। শনিবার ময়ূরটিকে মধ্য কামাখ্যাগুড়ি গ্রামে মৃত অবস্থায় দেখা যায় বলে বাসিন্দারা জানান।
বাসা তৈরি। মহম্মদবাজারের গিরিপুরের কাছে চাহিরাপাড়াতে ছবিটি তুলেছেন অনির্বাণ সেন।