টুকরো খবর

এলাকাবাসীরা সকালে ঘুম ভেঙে দেখেন এলাকায় ঘুরে বেড়াচ্ছে অপ্রাপ্তবয়স্ক পুরুষ হরিণ। সোমবার শিলিগুড়ি মাটিগাড়ার পাথরঘাটার ঘটনা। উৎসাহী কিছু লোক হরিণটিকে কোলেও তুলে নেন। এর মধ্যে বন দফতরে খবর দেওয়া হয়। সকাল ৯ টা নাগাদ সুকনা বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করে সুকনায় নিয়ে যান।

Advertisement
শেষ আপডেট: ২০ মে ২০১৪ ০২:২৮
Share:

হরিণ উদ্ধার

Advertisement

এলাকাবাসীরা সকালে ঘুম ভেঙে দেখেন এলাকায় ঘুরে বেড়াচ্ছে অপ্রাপ্তবয়স্ক পুরুষ হরিণ। সোমবার শিলিগুড়ি মাটিগাড়ার পাথরঘাটার ঘটনা। উৎসাহী কিছু লোক হরিণটিকে কোলেও তুলে নেন। এর মধ্যে বন দফতরে খবর দেওয়া হয়। সকাল ৯ টা নাগাদ সুকনা বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করে সুকনায় নিয়ে যান। হরিণটির সামনের ডান পায়ে ক্ষত ছিল। সুকনা রেসকিউ সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সেটিকে সুকনার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হরিণটি কোথা থেকে লোকালয়ে এল তা নিশ্চিত করে বলতে না পারলেও বন কর্মীদের ধারণা, কার্শিয়াং বনবিভাগের বাগডোগরার বেংডুবি এলাকার জঙ্গল থেকে হরিণটি চলে আসতে পারে। ওই এলাকায় প্রচুর স্পটেড ডিয়ার রয়েছে।

Advertisement

পুড়ছে শহর

মেদিনীপুরে তাপমাত্রার পারদ চড়ছেই। দিন কয়েক ধরেই ৪০-৪১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। এ বার পারদ পৌঁছল ৪৩ ডিগ্রির কাছাকাছি। সোমবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম ২৮.২। আপেক্ষিক আদ্রতা ৭২%। ফলে, হাঁসফাঁস করা অস্বস্তি ছিলই। দু’-একদিনের মধ্যে গরম কমার সম্ভাবনা নেই। বরং তা আরও বাড়তে পারে। অন্তত, আবহাওয়া দফতর এমনই জানিয়েছে। মেদিনীপুর কলেজের এন সি রাণা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তা মাখনলাল নন্দগোস্বামী বলেন, “আগামী দু’দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আদ্রতার জন্যই অস্বস্তি লাগছে। এখন তাপমাত্রা ৪২- ৪৩ এর আশপাশেই ঘোরাফেরা করবে। দু’দিন পর ঝড়- বৃষ্টি হতে পারে।” আপাতত, তাপপ্রবাহ চলবে।

বন্দি চিতাবাঘ

ছাগলের টোপে ফাঁদে পড়ল চিতাবাঘ। সোমবার ডুয়ার্সের মালবাজার লাগোয়া নিদাম চা বাগানে। এক মাস ধরে বাগানে চিতাবাঘের হানায় আতঙ্কিত ছিলেন শ্রমিকেরা। দিন দশেক আগে বাগানের ৪৭ নম্বর সেকশনে ফাঁদ বসায় বন দফতর। রবিবার রাতে ফাঁদে পড়ে চিতাবাঘটি। বন দফতর সূত্রের খবর, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। চিতাবাঘটি সম্পূর্ণ সুস্থ থাকায় সেটিকে এ দিনই সকালেই গরুমারায় ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার ময়াল

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘর থেকে উদ্ধার হল ময়াল। সোমবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের যমুনাবাড়ি এলাকায়। সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর খুলেই ময়ালটিকে দেখতে পান তৃপ্তি সাহা। গ্রামবাসীরাই সেটিকে কেন্দ্রের বাইরে নিয়ে এসে বন দফতরে খবর দেন। খুনিয়ার কর্মীরা ১২ ফুট লম্বার ময়ালটিকে উদ্ধার করে লাগায়ো গরুমারার জঙ্গলে ছেড়ে দেন।

হাতির হানায় মৃত্যু জওয়ানের

হাতির হানায় মারা গেলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে উদালগুড়ি জেলায়। পুলিশ জানায়, সোমবার ভোরে উদালগুড়ির এসএসবি শিবিরে হাতির পাল হানা দেয়। মৃত্যু হয় প্রমোদ কুমার নামে এক জওয়ানের। তাঁর বাড়ি বিহারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement