হনুমানের তাণ্ডব

একটি হনুমানের তাণ্ডবে অতিষ্ট হয়ে উঠলেন হাওড়া-বর্ধমান কর্ড শাখার বলরামবাটি স্টেশনের যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে হনুমানটি লোকজনের দিকে তেড়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:৫৩
Share:

একটি হনুমানের তাণ্ডবে অতিষ্ট হয়ে উঠলেন হাওড়া-বর্ধমান কর্ড শাখার বলরামবাটি স্টেশনের যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে হনুমানটি লোকজনের দিকে তেড়ে যায়। অন্তত পাঁচ জনকে চড় মারে অথবা আঁচড়ে দেয়। শেষে টিকিট কাউন্টারে ঢুকে পড়ে। যাত্রীরা ভয়ে সেখানে না ঢোকায় টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। বিকেলে বন দফতরের লোকজন এসে হনুমানটিকে ধরতে জাল এবং খাঁচা পাতে। যদিও কোলাপসিবল গেটের ফাঁক গলে হনুমানটি পালিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement