মায়ের গর্ভে একটি মাত্র ছোট্ট কোষ থেকে তৈরি হয় পূর্ণাঙ্গ শিশুর দেহ। প্রায় ১০ মাস গর্ভাবস্থার পর পৃথিবীর আলো দেখে সে। এই দীর্ঘ সময়টাতে মায়ের শরীরের মধ্যে একটু একটু করে পরিপূর্ণ হতে থাকে শিশু। আর এই পূর্ণাঙ্গ হওয়ার পুরো সময়টায় মাতৃগর্ভে নানান ‘মজার’ ঘটনা ঘটায় সে। পুঁচকে হলে কী হবে ভেল্কি দেখানোয় মোটেই কম যায় না।