হাউজ পার্টির রেসিপি: লং আইল্যান্ড আইস টি

জমজমাট ভাবে শুরু হল নতুন বছর। শীত জুড়ে চলবে মুহূর্তের উদযাপন। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে কখনও বাইরে। কখনও আবার বাড়িতে। আর বাড়িতে পার্টির আয়োজন করলে নিজেই বানিয়ে ফেলুন দারুণ সব পানীয়। তাক লাগিয়ে দিন অতিথিদের। দেখে নিন রেসিপি। ককটেল টি খাইয়ে অতিথিদের চমকে দিতে চান? তা হলে বানিয়ে ফেলুন এই রেসিপি। শীতের পার্টির জন্য আদর্শ এই ককটেল।

Advertisement

রেশমী প্রামাণিক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ১৩:২৩
Share:

ছবি এবং রেসিপি সৌজন্যে: সুমনা মণ্ডল।

ককটেল টি খাইয়ে অতিথিদের চমকে দিতে চান? তা হলে বানিয়ে ফেলুন এই রেসিপি। শীতের পার্টির জন্য আদর্শ এই ককটেল।

Advertisement

কী কী লাগবে

১৫ মিলি টাকিলা

Advertisement

১৫ মিলি ভদকা

১৫ মিলি জিন

১৫ মিলি ফ্রেঞ্চ অরেঞ্জ লিকার

১৫ মিলি ফ্রেশ লাইম জুস

কোক

বরফ

কী ভাবে বানবেন

একটি লম্বা গ্লাসে টাকিলা, ভদকা, জিন, ফ্রেঞ্চ অরেঞ্জ লিকার মিশিয়ে নিন। এতে একে পরিমাণ মতো কোক, ফ্রেশ লাইম জুস মেশান। পরিবেশন করুন লেবুর স্লাইস আর বরফ কুচি দিয়ে। এই ককটেল টি খুব জনপ্রিয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement