রসমালাই মুজ সন্দেশ রেসিপি

মিষ্টি আর চকোলেট খেতে কে না  ভালোবাসে। আর তা যদি হয় কেশর পেস্তা সহযোগে ঘন দুধের রসমালাই তা হলে তো আর কথাই নেই। চকোলেট মুজের স্বাদের সঙ্গে প্রায় সকলেই পরিচিত। কিন্তু রসমালাই মুজ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১৩:০৪
Share:

ছবি ও রেসিপি সৌজন্যে: স্বাতীলেখা দে

মিষ্টি আর চকোলেট খেতে কে না ভালোবাসে। আর তা যদি হয় কেশর পেস্তা সহযোগে ঘন দুধের রসমালাই তা হলে তো আর কথাই নেই। চকোলেট মুজের স্বাদের সঙ্গে প্রায় সকলেই পরিচিত। কিন্তু রসমালাই মুজ? এ বার শীতে অতিথিদের জন্যে বাড়িতেই বানিয়ে ফেলুন রসমালাই মুজ সন্দেশ। দেখে নিন সেই রেসিপি।

Advertisement

কী কী লাগবে

রসমালাই ( এক কাপ)

Advertisement

কেশর পেস্তা মালাই

হুইপ়়ড ক্রিম

পেস্তা কুচি

মুজ কাপ

কী ভাবে বানাবেন

রসমালাই বাজার থেকে কিনে আনতে পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। দুধ ঘন করে জ্বাল দিয়ে কেশর পেস্তা সহযোগে মালাই বানিয়ে নিন। এ বার মুজ কাপে ৩ চামচ মালাই দিন। এর উপর রসমালাই এর রসগোল্লা স্লাইস করে দিয়ে একটি লেয়ার বানান। এই লেয়ারের উপর মালাই আর হুইপড ক্রিম দিয়ে আরও একটি লেয়ার তৈরি করুন। মোট তিনটি লেয়ার হবে। রসমালাইয়ের রসগোল্লা দিয়ে টপিং করুন। উপর থেকে কেশর পেস্তা ছড়িয়ে এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

প্রয়োজনে রুপোর বাটিও ব্যবহার করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন