হাউজ পার্টির রেসিপি: স্ক্রুড্রাইভার

জমজমাট ভাবে শুরু হল নতুন বছর। শীত জুড়ে চলবে মুহূর্তের উদযাপন। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে কখনো বাইরে। কখনো আবার বাড়িতে। আর বাড়িতে পার্টির আয়োজন করলে নিজেই বানিয়ে ফেলুন দারুণ সব পানীয়। তাক লাগিয়ে দিন অতিথিদের। দেখে নিন রেসিপি।   শীতের পার্টি যখন তখন অরেঞ্জ জুস তো থাকতেই হবে। আর যদি ভদকা ভালবাসেন তা হলে তো কথাই নেই। বানিয়ে ফেলুন স্ত্রুড্রাইভার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১৪:২৫
Share:

ছবি ও রেসিপি: সুমনা মণ্ডল।

শীতের পার্টি যখন তখন অরেঞ্জ জুস তো থাকতেই হবে। আর যদি ভদকা ভালবাসেন তা হলে তো কথাই নেই। বানিয়ে ফেলুন স্ত্রুড্রাইভার।

Advertisement

কী কী লাগবে

অ্যালকোহল (ভদক): ৬০ মিলি

Advertisement

অরেঞ্জ জুস: পরিমাণ মতো

কমলালেবুর টুকরো

আরও পড়ুন: গ্রিন পিজ অ্যান্ড বিনস মিনি ফ্রিতাতা

কীভাবে বানাবেন

৬০ মিলি অ্যালকোহলের সঙ্গে আপনার পছন্দের কোনও অরেঞ্জ জুস মিশিয়ে তৈরি করুন এই ককটেল। পরিবেশনের আগে কমলা লেবু এবং বরফ দিয়ে সাজিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement