হাউজ পার্টির রেসিপি: স্ট্রবেরি ক্র্যানবেরি মোহিতো

জমজমাট ভাবে শুরু হল নতুন বছর। শীত জুড়ে চলবে মুহূর্তের উদযাপন। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে কখনও বাইরে, কখনও আবার বাড়িতে। আর বাড়িতে পার্টির আয়োজন করলে নিজেই বানিয়ে ফেলুন দারুণ সব পানীয়। তাক লাগিয়ে দিন অতিথিদের। দেখে নিন রেসিপি। স্ট্রবেরি যদি আপনার প্রিয় ফ্লেভার হয় তা হলে মোহিতোতেও আনতে পারেন স্ট্রবেরির ছোঁয়া।

Advertisement

রেশমী প্রামাণিক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১০:৫০
Share:

ছবি এবং রেসিপি সৌজন্য: সুমনা মণ্ডল।

স্ট্রবেরি যদি আপনার প্রিয় ফ্লেভার হয় তা হলে মোহিতোতেও আনতে পারেন স্ট্রবেরির ছোঁয়া।

Advertisement

কী কী লাগবে

ক্র্যানবেরি জুস: আধ কাপ

Advertisement

হোয়াইট রাম: ৬০ মিলি

স্ট্রবেরি

পুদিনা পাতা

স্প্রাইট

বরফ

কী ভাবে বানাবেন

ক্র্যানবেরি জুসের সঙ্গে ৬০ মিলি হোয়াইট রাম মিশিয়ে নিন। পুদিনা পাতা এবং হোয়াইট রামে ভিজিয়ে রাখা স্ট্রবেরির টুকরো যোগ করুন। পরিবেশনের আগে গ্লাসের উপর অল্প স্প্রাইট এবং বেশি পরিমাণ বরফ কুচি দিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement