জন্মাষ্টমী স্পেশ্যাল: তালের মালপোয়া রেসিপি

পাকা তালের সুঘ্রাণে জমে উঠেছে শ্রাবণের বাজার। বছরের এই সময়টাতে প্রায় সব বাড়িতেই তাল আসে। যদিও নিউক্লিয়ার ফ্যামিলির যুগে বাড়িতে তালের আগমণে বেশ ভাটা পড়েছে। তাও বছরের একটা দিন তাল খাওয়া কিন্তু মাস্ট। তালের বড়া, তালের ক্ষীর নিশ্চয়ই প্রতি বছর আপনি খেয়ে থাকেন। এ বছর একটু ব্যতিক্রমী হলে ক্ষতি কী? চেখেই দেখুন না। রসে ডোবা তালের মালপোয়া খেতে দারুণ সুস্বাদু। অবশ্য রসে ফেলতে ইচ্ছা না হলে তালের ভাজা মালপোয়াও দিতে পারেন ভোগে।

Advertisement

রেশমী প্রামাণিক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৩:০০
Share:

ছবি: সংগৃহীত।

জন্মাষ্টমী ভোগে মালপোয়া থাকবেই। কৃষ্ণের যখন তাল এতই প্রিয় তখন সেই মালপোয়াও তাল দিয়ে হবে না কেন?

Advertisement

কী কী লাগবে

তালের রস: ২ কাপ

Advertisement

ময়দা: ২ কাপ

সুজি: আধ কাপ

বেকিং পাউডার: আধ চামচ

দুধ: আধ কাপ

চিনি: আধ কাপ

মৌরি: ১ চামচ

সিরার জন্য

চিনি: ৪ কাপ

জল: ৩ কাপ

দারচিনি: ২ টি

ছোট এলাচ: ২ টি

কী ভাবে বানাবেন

ময়দা, বেকিং পাউডার, দুধ, চিনি, তালের রস সব উপকরণ একসঙ্গে মেখে গোলা তৈরি করুন। যদি মনে হয় গোলা পাতলা হয়ে গিয়েছে তা হলে ময়দা মেশান। এক ঘণ্টা ঢেকে রেখে দিন।

এ বার অন্য একটি পাত্রে জল ফুটিয়ে তাতে চিনি, দারচিনি, ছোট এলাচ দিয়ে সিরা তৈরি করুন।

ডুবোতেলে মালপোয়া ভেজে চিনির সিরায় মিনিট ১৫ ভিজিয়ে রাখলেই রেডি তালের মালপোয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন