কী ভাবে পাবেন আকর্ষক ঠোঁট?

নিখুঁত মেক আপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ঠোঁটের মেক আপ ঠিকঠাক হওয়া খুব গুরুত্বপূর্ণ। সুন্দর, আকর্ষক, পাউটি ঠোঁট পেতে মেনে চলুন এই মেক আপ টিপস। দেখে নিন কী ভাবে করবেন ঠোঁটের মেক আপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৭
Share:

নিখুঁত মেক আপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ঠোঁটের মেক আপ ঠিকঠাক হওয়া খুব গুরুত্বপূর্ণ। সুন্দর, আকর্ষক, পাউটি ঠোঁট পেতে মেনে চলুন এই মেক আপ টিপস। দেখে নিন কী ভাবে করবেন ঠোঁটের মেক আপ।

Advertisement

১। লিপ বাম- শুষ্ক, ফাটা ঠোঁটে কিন্তু কোনও মেক আপই ভাল লাগবে না। তাই প্রথমেই ঠোঁটে ভাল করে লিপ বাম লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে টিস্যু দিয়ে চেপে অতিরিক্ত লিপ বাম শুষে নিন।

২। লিপ লাইনার ও কনসিলার- লিপ লাইনার কখনই লিপস্টিকের রঙ অনুযায়ী বাছবেন না। নিজের ঠোঁটের রঙ অনুযায়ী বাছুন। লিপ লাইন করার পর ঠোঁটে হালকা কনসিলার লাগিয়ে নিন। তাহলে ঠোঁটের খুঁত ঢাকা পড়ে যাবে। কালচে ভাবও ঢাকা যাবে এতে।

Advertisement

৩। স্টেন- পুরো ঠোঁটে কালার স্টেন লাগিয়ে নিন। টিস্যু দিয়ে চেপে অতিরিক্ত স্টেন শুষে নিয়ে হালকা করে ট্রান্সলুসেন্ট পাউডার পাফ করে নিন।

৪। লিপ কালার- লিপস্টিক টিউব থেকে ব্রাশের সাহায্যে ঠোঁটে ভরাট করে লিপস্টিক লাগান।

৫। ব্লটিং পেপার- ব্লটিং পেপার দিয়ে এই টিউব কালার শুষে নিয়ে লাইট ওয়েট ট্রান্সলুসেন্ট পাউডার পাফ করে নিন। এর উপর লিপস্টিকের দ্বিতীয় কোট লাগান।

৬। বাকি মেক আপ- ঠোঁটের মেক আপ হাইলাইট করতে মুখের বাকি মেক আপ যতটা সম্ভব নিউট্রাল, ব্যালান্সড রাখুন। যদি লাল লিপস্টিক লাগান তবে কখনই লাল ব্লাশ অন লাগাবেন না। যদি লাগান তবে ময়শ্চারাইজার লাগিয়ে নিউট্রাল করে নিন। ভুরু যেন ঠিকঠাক ট্রিম করা থাকে। চোখের মেক আপে মাস্কারার উপর জোর দিন।

৭। সঙ্গে রাখুন- বাড়ি থেকে বেরনোর সময় অবশ্যই লিপস্টিক ব্যাগে ভরতে ভুলবেন না। যাতে লিপস্টিক উঠে গেলেও আধখাপচা দেখতে না লাগে। সময়, প্রয়োজন মতো লিপস্টিকের কোট লাগিয়ে নিন।

৮। সরু ঠোঁট- যদি ঠোঁট খুব পাতলা হয় তবে গাঢ় রঙের লিপস্টিক এড়িয়ে চলুন। বরং ন্যাচারাল, উজ্জ্বল রঙের লিপস্টিক বেছে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন