ভারতীয় সংস্কৃতির প্রতি টানটা বরাবরই একটু বেশি। খেতাব জয়ের পর সে কথা জানিয়েছেন এই সুন্দরী।
ভারতীয় মহিলাদের পোশাক বলতে প্রথমেই আসে শাড়ির কথা। সেই শাড়িতেই এ বার সাজলেন মানুষী। নয়া অবতারে পাওয়া গেল এ বারের মিস ওয়ার্ল্ডকে।
দেশে ফিরে এটাই তাঁর প্রথম মডেলিং। বেছে নিলেন এক বাঙালি ফ্যাশন ডিজাইনারকে।
এই বাঙালি ডিজাইনারের সঙ্গে কাজ করে মুগ্ধ মানুষী।
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার শাড়িতেই ক্যামেরার সামনে পোজ দিলেন এই সুন্দরী।