period

‘পিরিয়ড’ সেলিব্রেট করতে এ বার পার্টি!

পার্টি কে না ভালবাসে? কিন্তু এমন পার্টিতে ঠিক কী কী হয়?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৫:১৩
Share:

এ ভাবেই চলছে বন্ধুদের নিয়ে পিরিয়ড উদ্‌যাপন। ছবি: শাটারস্টক।

পার্টি কে না ভালবাসে? নাচ-গান, খানাপিনার সঙ্গে দেদার জমাটি আড্ডা! মূলত পশ্চিম দেশীয় সংস্কৃতি হলেও এ দেশেও পার্টি বেশ জনপ্রিয়। তা সে বিয়ে হোক বা অফিসে উন্নতি। কিন্তু পিরিয়ড নিয়ে পার্টি! এ আবার কে কবে শুনেছে?

Advertisement

হ্যাঁ, এটাই শুরু হয়েছে হালে। সন্তানের পিরিয়ডের দিনগুলোয় তাদের আনন্দে রাখতে, অকারণ দুশ্চিন্তা কাটাতে তাদের বন্ধু ও আত্মীয়দের ডেকে পার্টির আয়োজন করছেন ব্রিটিশ মায়েরা। রীতিমতো কার্ড ছাপিয়ে।

জানা গিয়েছে, ইউটেরাসের আকারে কেকের অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের বেকারিগুলো। রঙিন কাগজ বেলুন-সহ হুল্লোড় চলছে দিনভর। এই পার্টিতে পিরিয়ড নিয়ে আলোচনা করতে কখনও সখনও হাজির থাকছেন নিমন্ত্রিত কোনও স্ত্রীরোগ বিশেষজ্ঞও। তাঁদের কাছে নিজেদের সমস্যা, অসুবিধা খুলে বলছেন অতিথিরাও।

Advertisement

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর ন্যাপকিন বিলি স্কুলে

পরিবেশ-বন্ধু ন্যাপকিন পাবে ছাত্রীরা

মূলত, প্রথম পিরিয়ড শুরুর দিনটি উদ্‌যাপন করতেই এই পার্টি শুরু হয়েছিল, তবে ইদানীং প্রতি মাসে পিরিয়ড শুরুর দিনটিকে একটু অন্যরকম করে তুলতেও এমন পার্টির আয়োজন করছেন ব্রিটিশরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement