জেনে নিন মেকআপ তোলার চার ঘরোয়া টোটকা

পার্টির মরসুমে রোজ মেকআপ করার ঝক্কি লেগেই আছে। আর তাতে বারোটা বাজে ত্বকের। তবে মেকআপ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাড়ি ফিরে মেক আপ তুলে ঘুমোতে যাওয়া। জেনে নিন কিছু ঘরোয়া মেকআপ রিমুভার।

Advertisement
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ২১:২৮
Share:

পার্টির মরসুমে রোজ মেকআপ করার ঝক্কি লেগেই আছে। আর তাতে বারোটা বাজে ত্বকের। তবে মেকআপ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাড়ি ফিরে মেক আপ তুলে ঘুমোতে যাওয়া। জেনে নিন কিছু ঘরোয়া মেকআপ রিমুভার।

Advertisement

মধু- ময়শ্চারাইজার হিসেবে দারুণ ভাল কাজ করে মধু। এর রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও। তাই অ্যাকনে সারাতেও দারুণ ভাল কাজ করে মধু। মেক আপ তুলতে মধু ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা যেমন বজায় থাকে, তেমনই অ্যাকনের সমস্যাও কমবে।

অলিভ অয়েল- মেক আপ তোলার পর অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। অলিভ অয়েলের মধ্যে থাকা লিনোলিক অ্যাসিড ত্বকের ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে।তাই মেক আপ তুলতে ব্যবহার করুন অলিভ অয়েল।

Advertisement

রোজ ওয়াটার- ত্বকের সুরক্ষায় রোজ ওয়াটারের গুণের কথা আর নতুন করে বলার কিছু নেই। মেক আপ তুলতে রোজ ওয়াটার ব্যবহার করা হলে সহজে ব্ল্যাকহেডস উঠে আসবে, ত্বক টোনিংও করবে রোজ ওয়াটার।

দুধ- মেক আপ তুলতে দারুণ কাজ করে দুধ। খুব ভাল ফল পেতে আধ কাপ দুধের সঙ্গে এক চামচ আমন্ড তেল মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। এই মাস্ক দিয়ে মেক আপ তুলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement