Football

মেসির নতুন কীর্তির রাতেই উদয় পেদ্রির, অঘটনের হার রিয়ালের

বার্সার হয়ে অভিষেক ম্যাচেই গোল করে নায়ক পেদ্রি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ০৩:৪০
Share:

উত্থান: অভিষেক ম্যাচে গোল করে মেসির সঙ্গে পেদ্রি। ছবি: রয়টার্স।

রিয়াল মাদ্রিদ ২ • শাখতার ৩

Advertisement

বার্সেলোনা ৫ • ফেরেঙ্কভারোস ১

লা লিগার এল ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা শিবিরে যখন উৎসবের আবহ, বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ! চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ফেরেঙ্কভারোসকে লিয়োনেল মেসিরা ৫-১ চূর্ণ করার চব্বিশ ঘণ্টার মধ্যেই ঘরের মাঠে শাখতার ডনেস্কের কাছে ২-৩ হারল জ়িনেদিন জ়িদানের দল!

Advertisement

বুধবার ম্যাচের ২৯ মিনিটে কার্দোসো মার্তিনের (তেতে) গোলে এগিয়ে যায় শাখতার। ৩৩ মিনিটে আত্মঘাতী গোল করেন রিয়ালের রাফায়ে ভারান। ৪২ মিনিটে ৩-০ করেন মানোর সলোমন। দ্বিতীয়ার্ধে করিম বেঞ্জেমা, ভিনিসিয়াস জুনিয়র নামার পরেই পরিস্থিতি কিছুটা বদলায়। ৫৪ মিনিটে ব্যবধান কমান লুকা মদ্রিচ। ৫৯ মিনিটে ভিনিসিয়াস ২-৩ করলেও হার বাঁচাতে ব্যর্থ।

বার্সেলোনার নতুন তারকা ১৭ বছরের পেদ্রো গনসালেসের (সতীর্থরা ডাকেন পেদ্রি নামে) পেশাদার ফুটবল শুরু করেন মাত্র এক বছর আগে লাস পালমাসের জার্সিতে। বার্সার হয়ে অভিষেক ম্যাচেই গোল করে নায়ক তিনি। আনসু ফাতির পরিবর্ত হিসেবে নেমে ৮২ মিনিটে গোল করেন পেদ্রি। ম্যাচের পরে ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, “পেদ্রি নিজেকে প্রমাণ করেছে। ও ভবিষ্যতে সম্পদ হতে পারে।” নতুন কীর্তি গড়লেন লিয়োনেল মেসিও। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা ষোলো মরসুমে শুরুর ম্যাচেই গোল করলেন তিনি। তবে লাল কার্ড দেখায় জুভেন্টাসের বিরুদ্ধে খেলবেন না জেরার পিকে।

আরও পড়ুন: আইপিএলের আকাশছোঁয়া সাফল্যে বিস্মিত নন সৌরভ

আরও পড়ুন: লজ্জার হার কলকাতার, ব্যাঙ্গালোর জিতল ৮ উইকেটে

জয়ী লাজ়িয়ো: লাজ়িয়ো ৩-১ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল।

ড্র চেলসির: চেলসি গোলশূন্য ড্র করে সেভিয়ার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন