Coronavirus

শক্তিশালী হয়ে ফেরার অঙ্গীকার ওসাকার

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওপেন ও ২০১৯ সালে অস্ট্রেলীয় ওপেন জয়ী বিশ্বের ১০ নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ওসাকা টোকিয়ো অলিম্পিক্সের একজন বড় মুখ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৩:০৯
Share:

ওসাকা

২৮ মার্চ: টোকিয়ো অলিম্পিক্স এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে জাপানের টেনিস খেলোয়াড় নেয়োমি ওসাকা বলে দিলেন, ‍‘‍‘এক বছর পরে ২০২১ সালে আরও শক্তিশালী হয়ে অলিম্পিক্সে যোগ দেব আমরা।’’

Advertisement

২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওপেন ও ২০১৯ সালে অস্ট্রেলীয় ওপেন জয়ী বিশ্বের ১০ নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ওসাকা টোকিয়ো অলিম্পিক্সের একজন বড় মুখ। গত মাসে অলিম্পিক্স আয়োজকদের তরফে প্রকাশিত গেমসের উদ্দেশ্য প্রচারকারী ভিডিয়োতে মুখ্য চরিত্র ছিলেন তিনি। শনিবার সেই ওসাকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‍‘‍‘সকলেই জানেন অলিম্পিক্স আমার কাছে কতটা মূল্যবান। দেশের মাটিতে অনুষ্ঠিত সেই অলিম্পিক্সে যোগদানের জন্য আমি কতটা গর্বিত।’’

ওসাকা সেখানে আরও লিখেছেন, ‍‘‍‘অলিম্পিক্স এ বছর অনুষ্ঠিত না হওয়ায় সকলের মতো আমি হতাশ। তবে আমরা সকলেই এক বছর পরে ২০২১ সালে আরও শক্তিশালী হয়ে অলিম্পিক্সে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর্ন্তজাতিক অলিম্পিক্স কমিটি ও জাপানের প্রধানমন্ত্রী করেনাভাইরাসের বিশ্বজুড়ে সংক্রমণের পরিপ্রেক্ষিতে অলিম্পিক্স এক বছর পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা একশো শতাংশ সর্মথন করি।’’ ২২ বছর বয়সি এই টেনিস খেলোয়াড় তাঁর পোস্টে উল্লেখ করেন, ‍‘‍‘সারা বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখন সময় সংক্রমিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সুস্থ করে তোলা। এটাই অলিম্পিক্সের বার্তা। জাপানের মানুষ শক্ত থাকুন। মনে রাখতে হবে, এক বছর পরে জাপানে যখন অলিম্পিক্স হবে, তখন এই ক্রীড়া প্রতিযোগিতা ও আমাদের দেশকে সুন্দর ভাবে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেকে সুস্থ ও নিরাপদ থাকুন। আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন