Sports News

বোমাতঙ্কে আহত প্রায় হাজার য়ুভেন্তাস সমর্থক

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগের ঘটনা। তুরিনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখার আয়োজন করা হয়েছিল জায়ান্ট স্ক্রিনে। কার্ডিফে ফাইনাল খেলতে মুখোমুখি হয়েছিল য়ুভেন্তাস ও রিয়েল মাদ্রিদ। ১-৪ গোলে হারতে হয়েছে য়ুভেন্তাসকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ১৬:১০
Share:

হেরে হতাশ হয়ে মঠ ছাড়ছেন বুফন। তখনও জানেন না আহত হয়েছেন তাঁদের প্রচুর সমর্থক। ছবি: এএফপি।

শনিবারের রাতটা ভাল ছিল না য়ুভেন্তাস সমর্থকদের জন্য। একে তো দলের হার। তার উপর বোমাতঙ্কে আহত হলেন প্রায় ১০০০ য়ুভ সমর্থক। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগের ঘটনা। তুরিনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখার আয়োজন করা হয়েছিল জায়ান্ট স্ক্রিনে। কার্ডিফে ফাইনাল খেলতে মুখোমুখি হয়েছিল য়ুভেন্তাস ও রিয়েল মাদ্রিদ। ১-৪ গোলে হারতে হয়েছে য়ুভেন্তাসকে। ম্যাচ শেষের ঠিক আগেই ঘটে সেই ঘটনা। বাজির শব্দে হঠাৎই ছড়িয়ে পরে বিস্ফোরণ হয়েছে। য়ুভেন্তাস সমর্থকে ঠাসা সেই চত্তরে আতঙ্ক ছড়াতেউ শুরুতেই হয় হুরোহুরি। তাতে পরে যায় অনেকেই। পায়ের চাপে আহত হন প্রায় ১০০০ সমর্থক।

আরও খবর: রোনাল্ডো-দাপটে চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement